১১ সেপ্টেম্বরের ঘটনা আবার তদন্ত করুন: মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী
-
জিল এলেন স্টেইন
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা সম্পর্কে নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির গ্রিন পার্টির প্রার্থী জিল এলেন স্টেইন। ২০০১ সালের হামলার ১৫তম বার্ষিকীর প্রাক্কালে তিনি বলেছেন, ওই হামলার প্রকৃত রহস্য বের করার জন্য আরো বেশি তদন্ত প্রয়োজন।
জিল স্টেইন এক বিবৃতিতে বলেছেন, “১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন। ওই হামলার প্রকৃত কারণ এবং কারা সে হামলা চালিয়েছে তা জানার অধিকারও তাদের আছে।”
স্টেইন অভিযোগ করেন, ১১ সেপ্টেম্বরের হামলার তদন্ত প্রক্রিয়ায় তৎকালীন জর্জ ডাব্লিউ বুশ সরকার হস্তক্ষেপ করেছিল যার ফলে আজ পর্যন্ত ওই হামলা সম্পর্কে কেউ প্রকৃত রহস্য জানতে পারেনি। তিনি বলেন, শেষ পর্যন্ত তদন্ত কমিটিগুলোর যে প্রতিবেদন প্রকাশিত হয় তাতে বহু সত্য লুকানো হয় এবং অনেক বাস্তবতাকে বিকৃতভাবে দেখানো হয়।
১১ সেপ্টেম্বরের হামলার তদন্ত করার জন্য কমিশন গঠিত হয় ২০০২ সালের ২৭ নভেম্বর। তাদের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয় ২০০৪ সালের ২২ জুলাই।
গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী দাবি করেন, ওই ভয়াবহ সন্ত্রাসী হামলা সংক্রান্ত গোপন তথ্য জানা বা রহস্য উদঘাটনের মতো প্রয়োজনীয় সময় ও অর্থ তদন্ত কমিশনকে দেয়া হয়নি। জিল স্টেইন বলেন, ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের পরিবারের সদস্যরা ওই ঘটনার ব্যাপারে নতুন করে পূর্ণাঙ্গ তদন্ত চান এবং তাদের দাবি মানতে হবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১