ভূমধ্যসাগরের ন্যাটো মিশনে সেনা পাঠাবে জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i20170-ভূমধ্যসাগরের_ন্যাটো_মিশনে_সেনা_পাঠাবে_জার্মানি
জার্মানির সংসদ ভূমধ্যসাগরের ন্যাটো মিশনে দেশটির সেনা পাঠানোর অনুমোদন দিয়েছে। ভূমধ্যসাগর পথে মানব এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অস্ত্র পাচার বন্ধে তৎপর ন্যাটো মিশনে অংশ নেয়ার জন্য সেখানে জার্মানির সাড়ে ছয়শ’সেনা পাঠানো হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৬ ০৮:৩১ Asia/Dhaka
  • ভূমধ্যসাগরের ন্যাটো মিশনে সেনা পাঠাবে জার্মানি

জার্মানির সংসদ ভূমধ্যসাগরের ন্যাটো মিশনে দেশটির সেনা পাঠানোর অনুমোদন দিয়েছে। ভূমধ্যসাগর পথে মানব এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অস্ত্র পাচার বন্ধে তৎপর ন্যাটো মিশনে অংশ নেয়ার জন্য সেখানে জার্মানির সাড়ে ছয়শ’সেনা পাঠানো হবে।

২০১৭ সাল পর্যন্ত জার্মান সেনারা সেখানে অবস্থান করবে। এ ছাড়া, বিশেষ জরুরি পরিস্থিতিতে সেনা সংখ্যা বাড়ানোও যাবে। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে জার্মান সামরিক তৎপরতা জোরদার করার অংশ হিসেবে এ সব সেনাকে ভূমধ্যসাগর ন্যাটো মিশনে মোতায়েন করা হচ্ছে।

এদিকে, লিবিয়ার উপকূল ইউরোপীয় ইউনিয়নের অভিযানে অংশ গ্রহণ করছে জার্মানির একাধিক জাহাজ। অস্ত্র ও মানব পাচার বন্ধের লক্ষ্যে  চালানো হচ্ছে অপারেশন সোফিয়া নামের এ অভিযান।#

পার্সটুডে/মূসা রেজা/১৫