‘ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ইউরোপ জয়ের চেষ্টা করছে মুসলমানরা!’
অস্ট্রিয়ার খ্রিস্টান পুরোহিত কার্ডিনাল ক্রিস্টাপ শার্নবর্ন বলেছেন, অনেক মুসলমানই খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ইউরোপ জয়ের চেষ্টা করছেন। কার্ডিনাল শার্নবর্ন পরবর্তী পোপ নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হয়।
ভিয়েনায় খ্রিস্টান ধর্মীয় উৎসবে দেয়া ভাষণে তিনি বলেন, ইউরোপের খ্রিস্টান ঐতিহ্য বিলীন হয়ে যাওয়ার মুখে পড়েছে। এরপর তিনি ইউরোপে বসবাসকারী মুসলমানদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, তৃতীয় বারের মতো ইউরোপকে জয় করার চেষ্টা কি করবে ইসলাম? নিজেই এ প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, অনেক মুসলমানই এ ধরণের চিন্তা করছে এবং তারা বলছেন ইউরোপ এখন শেষ পর্যায়ে পৌঁছে গেছে।
তার এ বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অবশ্যই অনেকেই মনে করছেন, অস্ট্রিয়ার কার্ডিনালের এ বক্তব্য ইউরোপে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে বিরাজমান উত্তেজনাকে তুঙ্গে নিয়ে যাবে।#
পার্সটুডে/মূসা রেজা/১৫