নাইজারে সেনা অভিযানে ৩৮ বোকো হারাম জঙ্গি নিহত
(last modified Sat, 17 Sep 2016 02:20:35 GMT )
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ০৮:২০ Asia/Dhaka
  • বোকো হারাম জঙ্গি (ফাইল ছবি)
    বোকো হারাম জঙ্গি (ফাইল ছবি)

আফ্রিকার দেশ নাইজারে চলতি সপ্তাহে নাইজার ও চাদের যৌথ সেনাদলের সাঁড়াশি অভিযানে ৩৮ বোকো হারাম জঙ্গি নিহত হয়েছে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুস্তফা লেডরু টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

তিনি বলেছেন, অভিযানে তাদের দুই সেনা সামান্য আহত হয়েছেন। ৩৮ বোকা হারাম জঙ্গি নিহত হওয়া ছাড়াও তাদের কাছ থেকে বিপুল পরিমাণু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে কর্নেল লেডরু জানান।

তিনি বলেন, নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়েসকেরু ও তুমৌর গ্রামে সোমবার থেকে বুধবার পর্যন্ত এ অভিযান চালানো হয়।

আল-কায়েদা সন্ত্রাসী নেটওয়ার্কের পৃষ্ঠপোষকতা নিয়ে সাত বছর আগে নাইজেরিয়ায় জঙ্গি কার্যক্রম শুরু করে বোকো হারাম। গত বছর  তারা ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের প্রতি আনুগত্য প্রকাশ করে।

নাইজেরিয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ নাইজার, চাদ ও ক্যামেরুনে এই জঙ্গি গোষ্ঠীর গত সাত বছরের সহিংসতায় অন্তত ২০,০০০ নিরীহ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া, শরণার্থীতে পরিণত হয়েছে আরো প্রায় ২৬ লাখ। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭

 

ট্যাগ