ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা করেছেন: হিলারির অভিযোগ
(last modified Tue, 04 Oct 2016 02:57:55 GMT )
অক্টোবর ০৪, ২০১৬ ০৮:৫৭ Asia/Dhaka
  • ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা করেছেন: হিলারির অভিযোগ

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি ব্যাংককে অফিস ভাড়া দিয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর এর তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিন্টন।

সোমবার ওয়াশিংটন-ভিত্তিক অনুসন্ধানী বার্তা সংস্থা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেজটিগেটিভ জার্নালিস্ট বা আইসিআইজে ইরানের ব্যাংক সংক্রান্ত খবরটি প্রকাশ করে। এর পরপরই ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রচারণা বিভাগ ট্রাম্পের কড়া সমালোচনা করে বক্তব্য প্রচার করে।

ওই বিভাগ বলেছে, ট্রাম্প মুখে ইরান বিরোধী বক্তব্য দিলেও তিনি দেশটির সঙ্গে ব্যবসা করেছেন। ক্লিন্টনের নীতি নির্ধারণ বিষয়ক উপদেষ্টা জ্যাক জুলিভান বলেছেন, ট্রাম্প তার আয়কর রিটার্ন প্রকাশ করলে বিষয়টি সম্পর্কে আরো তথ্য পাওয়া যাবে।

আইসিআইজে’তে খবরটি প্রকাশের পর মার্কিন গণমাধ্যম এটিকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে প্রচণ্ড ইরান বিদ্বেষী বক্তব্য দেয়ার কারণে খবরটি ব্যাপক মাত্রায় প্রচার পেয়েছে।

বিশেষ করে তিনি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতার প্রচণ্ড বিরোধিতা করেছেন। ইরানের বিরুদ্ধে বর্তমান ডেমোক্র্যাট সরকার কেন আরো কড়া ব্যবস্থা নিচ্ছে না সে অভিযোগও করেছেন ট্রাম্প। তিনি ইরানকে আমেরিকার ‘বড় শত্রু’ বলেও অভিহিত করেছেন।

কথিত ‘সরকারি দলিল’ উদ্ধৃত করে আইসিআইজে’তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটানের ফিফ্‌থ অ্যাভিনিউ’তে ‘জেনারেল মটোর্স ভবন’ কেনার সময় থেকেই সেখানে ইরানের ব্যাংক মেল্লি’কে অফিস ভাড়া দিয়েছিলেন ট্রাম্প। ফলে এই ব্যাংকের সঙ্গে তার নাড়ির সম্পর্ক রয়েছে। ১৯৯৮  থেকে ২০০৩ সাল পর্যন্ত ওই ভবনের ৮,০০০ বর্গ ফুট জায়গা নিয়ে বাণিজ্যিক কার্যক্রম চালিয়েছে ব্যাংক মেল্লি।

আইসিআইজে এমন সময় এ দাবি করেছে, যখন ব্যাংক মেল্লি ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত সময়ে বা তার পরেও মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার আওতায় ছিল। ইরানের এ ব্যাংকটির পক্ষ থেকে ওই প্রতিবেদন সম্পর্কে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪

ট্যাগ