আঙ্কারায় গাড়ি বোমায় ২ হামলাকারী নিহত
তুরস্কের রাজধানী আঙ্কারায় এক গাড়িবোমা হামলায় দুই হামলাকারী নিহত হয়েছে। পুলিশের অভিযানের সময় গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু বলেছে, পুলিশ ওই দুই ব্যক্তিকে আত্মসমর্পণের আহ্বান জানানোর পর তারা গাড়ি বোমা তৈরি করে। একজন নারী এবং পুরুষ হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, তৃতীয় আরেক ব্যক্তিকে খোঁজ করছে পুলিশ।
তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র সঙ্গে সন্দেহভাজন এ সব ব্যক্তির সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তুর্কি সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভিযানে জড়িত রয়েছে পিকেকে।
এর আগে, গতকাল ইস্তাম্বুলের একটি থানার কাছে মোটর সাইকেল বোমা বিস্ফোরণে অন্তত ১০ ব্যক্তি আহত হয়। গত কয়েক মাস ধরে তুরস্কে বেশ কয়েক দফা বোমা হামলা হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ কিংবা পিকেকে এ সব হামলায় জড়িত বলে মনে করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/৮