পাকিস্তানের কাছ থেকে প্রশিক্ষণ বিমান কিনছে নাইজেরিয়া
(last modified Sat, 22 Oct 2016 18:26:46 GMT )
অক্টোবর ২৩, ২০১৬ ০০:২৬ Asia/Dhaka
  • পাকিস্তানে তৈরি প্রশিক্ষণ বিমান
    পাকিস্তানে তৈরি প্রশিক্ষণ বিমান

পাকিস্তানের কাছ থেকে ১০টি প্রশিক্ষণ বিমান কিনবে নাইজেরিয়া। সুপার মুশশাক নামের এ বিমান কেনার জন্য পাকিস্তান বিমান বাহিনীর সঙ্গে চুক্তি করেছে নাইজেরিয়ার বিমান বাহিনী।

নাইজেরিয়ার রাজধানী আবুজাতে চুক্তি সই করা হয়েছে। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স বা পিএসি’র চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আরশাদ মালিক এবং নাইজেরিয়ার এয়ার ভাইস মার্শাল আইয়া আহমেদ আবদুল্লাহি এ চুক্তিতে সই করেন। পাকিস্তান বিমান বাহিনীর মুখপাত্র এ কথা জানিয়েছেন।

অবশ্য ১০টি প্রশিক্ষণ বিমান কিনতে নাইজেরিয়ার কী পরিমাণ অর্থ ব্যয় হবে তা প্রকাশ করা হয় নি।

পাকিস্তান সুপারসনিক যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার এবং প্রশিক্ষণ বিমান সুপার মুশশাক উৎপাদন করে। সৌদি আরব, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ আরো কয়েকটি দেশ প্রশিক্ষণের কাজে সুপার মুশশাক বিমান ব্যবহার করে থাকে।#

পার্সটুডে/মূসা রেজা/২২

 

ট্যাগ