জরুরি অবস্থায় ব্যাপক নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে তুর্কি পুলিশ: এইচআরডাব্লিউ
https://parstoday.ir/bn/news/world-i23995-জরুরি_অবস্থায়_ব্যাপক_নির্যাতন_নিপীড়ন_চালাচ্ছে_তুর্কি_পুলিশ_এইচআরডাব্লিউ
তুরস্কে গত ১৫ জুলাই’র ব্যর্থ সেনা অভ্যুত্থানের জের ধরে জারি করা জরুরি অবস্থায় বন্দিদের ওপর অকথ্য নির্যাতন করছে তুর্কি পুলিশ। এ অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ২৬, ২০১৬ ০৬:৫২ Asia/Dhaka
  • তুর্কি পুলিশ (ফাইল ছবি)
    তুর্কি পুলিশ (ফাইল ছবি)

তুরস্কে গত ১৫ জুলাই’র ব্যর্থ সেনা অভ্যুত্থানের জের ধরে জারি করা জরুরি অবস্থায় বন্দিদের ওপর অকথ্য নির্যাতন করছে তুর্কি পুলিশ। এ অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ।

মঙ্গলবার ৪৩ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে এটি বলেছে, ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্ক জুড়ে ‘ভীতির পরিবেশ’ বিরাজ করছে।

এইচআরডাব্লিউ’র ইউরোপ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক হাগ উইলিয়ামসন এ সম্পর্কে বলেছেন, নির্যাতন বিরোধী আইন প্রত্যাহার করে তুর্কি সরকার কার্যত নিরাপত্তা বাহিনীকে বন্দিদের ওপর ইচ্ছেমতো নির্যাতন করার অনুমতি দিয়েছে।

বন্দিদের ওপর নির্যাতন, ঘুমাতে না দেয়া, মারাত্মক প্রহার, যৌন নিপীড়ন ও ধর্ষণের হুমকি দেয়ার ১৩টি ঘটনার কথা উল্লেখ করেছে মানবাধিকার সংস্থাটি। নির্যাতনের শিকার বন্দিদের শরীরে নির্যাতনের ফলে কালশিটে দাগ পড়ে যাওয়ার কথা উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফরেনসিক বিশেষজ্ঞের বরাত দিয়ে এটি বলেছে, একজন বন্দির শরীরের এমন কোনো জায়গা ছিল না যেখানে নির্যাতনের ফলে সৃষ্ট কালশিটে দাগ নেই।

ইস্তাম্বুলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল ও তার স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দিয়েছে তুর্কি পুলিশ। এইচআরডাব্লিউর প্রতিবেদনে আরেকটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যেখানে পুলিশ কর্মকর্তা বন্দিদের বলছেন, “জরুরি অবস্থা জারি থাকায় আমি যদি এখন তোমাদেরকে খুনও করে ফেলি কেউ কিছু বলবে না।”

আগস্ট ও সেপ্টেম্বর মাসে তুরস্কের আইনজীবী, মানবাধিকার কর্মী, সাবেক বন্দি, ডাক্তার এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সাক্ষাৎকার নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে হিউম্যান রাইটস ওয়াচ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬