ভিয়েতনামে আগুনে পুড়ে ১৩ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
(last modified Wed, 02 Nov 2016 04:21:30 GMT )
নভেম্বর ০২, ২০১৬ ১০:২১ Asia/Dhaka
  • আগুনে জ্বলছে কারাওকে বার
    আগুনে জ্বলছে কারাওকে বার

ভিয়েতনামের একটি কারাওকে বারে আগুন লেগে ১৩ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ (বুধবার) এ খবর দিয়েছে।

হ্যানয়ের কাউ গিয়াই এলাকার আট তলা বারটিতে মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে দমকল কর্মীদের পাঁচ ঘণ্টা লেগেছে এবং এ সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন।

একজন প্রহরী বলেছেন, একটি সাইন বোর্ড থেকে প্রথমে আগুন লাগে। দমকল কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন বলেও জানান তিনি। এ সময় আগুন পাশের তিনটি ভবনেও ছড়িয়ে পড়ে। এ ছাড়া, রাস্তায় পার্ক করে রাখা একটি গাড়ি এবং মোটর সাইকেল আগুনে পুড়ে যায় বলে জানিয়েছে অন লাইন বার্তা সংস্থা ভিএনই এক্সপ্রেস।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন সিউয়ান পুক অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করার জন্য পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া, আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি স্থানীয় কারাওকে বার এবং রেস্টুরেন্টগুলোর আগুন সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের নির্দেশ দেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২

 

ট্যাগ