ট্রাম্পের বিজয়কে কেন্দ্র করে ৫ দিনের সামরিক মহড়ায় নামছে কিউবা!
https://parstoday.ir/bn/news/world-i25282-ট্রাম্পের_বিজয়কে_কেন্দ্র_করে_৫_দিনের_সামরিক_মহড়ায়_নামছে_কিউবা!
কিউবা পাঁচ দিনের সামরিক মহড়া চালাবে বলে ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী ঘোষণার পরই মহড়ার ঘোষণা দেয় কিউবা। অবশ্য এ দুইয়ের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা এখনো পরিষ্কার নয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১০, ২০১৬ ১০:৪৫ Asia/Dhaka
  • কিউবার সেনাবাহিনী মহড়ার প্রস্তুতি নিচ্ছে
    কিউবার সেনাবাহিনী মহড়ার প্রস্তুতি নিচ্ছে

কিউবা পাঁচ দিনের সামরিক মহড়া চালাবে বলে ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী ঘোষণার পরই মহড়ার ঘোষণা দেয় কিউবা। অবশ্য এ দুইয়ের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা এখনো পরিষ্কার নয়।

কিউবা বলেছে, 'নানা বৈরী তৎপরতার' মোকাবেলায় সেনাবাহিনীর প্রস্তুতির জন্য পাঁচ দিনের মহড়া চালানো হবে। এর আগে আমেরিকার সঙ্গে দেশটির টানাপড়েন যখনই তুঙ্গে ছিল তখনই ব্যাস্টিয়ন স্ট্র্যাটেজিক এক্সারসাইজ নামের এ মহড়া চালানো হয়েছে। এ ছাড়া, ঐতিহাসিক ভাবে কিউবা 'বৈরী তৎপরতা' বলতে মার্কিন তৎপরতাকেই বুঝিয়েছে।

বুধবার কিউবার প্রধান দৈনিকের শীর্ষ খবরে এ মহড়ার ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়েছে, মহড়া চলতি মাসের ১৬ তারিখ  থেকে শুরু হবে।

নির্বাচনী প্রচারণার সময়ে ট্র্যাম্প অঙ্গীকার ব্যক্ত করে বলেছিলেন, কিউবার প্রেসিডেন্ট রাহুল কাস্ত্রো যদি দেশটিতে আরো ‘রাজনৈতিক স্বাধীনতা’ না দেয় তবে হাভানার সঙ্গে সম্পর্ক কঠোর করবে ওয়াশিংটন।#

পার্সটুডে/মূসারেজা/১০