পাকিস্তানের কাছ থেকে ৫২টি প্রশিক্ষণ বিমান কিনছে তুরস্ক
(last modified Thu, 24 Nov 2016 05:55:26 GMT )
নভেম্বর ২৪, ২০১৬ ১১:৫৫ Asia/Dhaka
  • পাকিস্তানের কাছ থেকে ৫২টি প্রশিক্ষণ বিমান কিনছে তুরস্ক

তুরস্ক পাকিস্তানের কাছ থেকে ৫২টি সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান কেনার চুক্তি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদনমন্ত্রী রানা তানভীর হোসেন এ কথা জানিয়েছেন । একে প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।

পাকিস্তানের তৈরি এ সব বিমানের মূল্য ৫ কোটি ডলারের বেশি এবং তিন বছরের মধ্যে তিন পর্যায়ে এ সব বিমান তুরস্ককে সরবরাহ করা হবে। করাচিতে চলমান পাকিস্তানের আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী এবং সেমিনার বা আইডিয়াস পরিদির্শনকালে এ সব কথা জানান তানভীর হোসেন। তিনি আরো বলেন, আগামী বছর থেকে এ সব বিমান সরবরাহের কাজ শুরু হবে।

এ ছাড়া, পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আশরাদ মালিক জানান, পাকিস্তানের কাছ থেকে কাতার ১০টি  ও নাইজেরিয়া ৮টি একই বিমান কেনার চুক্তি এর আগে করেছে। আগামী শুক্রবারে মধ্যে কাতারকে চারটি সুপার মুশশাক বিমান সরবরাহ করা হবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মুসা রেজা/২৪

 

ট্যাগ