ফিদেল ক্যাস্ত্রো ছিলেন ‘নির্দয় একনায়ক’: ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার পরলোকগত নেতা ফিডেল ক্যাস্ত্রোকে ‘নির্দয় একনায়ক’ হিসেবে অভিহিত করেছেন। ৯০ বছর বয়সি বিখ্যাত মার্কিন বিরোধী নেতার মৃত্যুর কয়েক ঘন্টা পর এ মন্তব্য করেন ট্রাম্প। ক্যাস্ত্রোর মৃত্যুর ফলে কিউবার জনগণ ভবিষ্যতে স্বাধীন জীবন উপভোগ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ১৯৫৯ সালে প্রথম কিউবার ক্ষমতায় আসেন ক্যাস্ত্রো। দেশের দায়িত্ব নিয়ে তিনি কিউবা থেকে মার্কিন প্রভাবের শেকড় উপড়ে ফেলেন। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ ক্যাস্ত্রোকে অন্তত ১০ বার হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়। কিউবায় যতদিন ক্যাস্ত্রো ক্ষমতায় ছিলেন ততদিন আমেরিকায় ডোয়াইট আইজেনহাওয়ার থেকে শুরু করে জর্জ ডাব্লিউ বুশ পর্যন্ত ১০ জন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়।
কিউবার বেশিরভাগ নাগরিক মনে করেন, ক্যাস্ত্রো দেশের ক্ষমতাকে জনগণের কাছে হস্তান্তর করেছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে করছেন ক্যাস্ত্রো ছিলেন নিষ্ঠুর স্বৈরশাসক। তিনি শনিবার এক বিবৃতিতে বলেছেন, কিউবার জনগণ বহুকাল ধরে বিভীষিকাময় আতঙ্কের মধ্যে বসবাস করেছে। এখন থেকে তারা একটি স্বাধীন ও উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে।
প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের শাসনামলে ১৯৬১ সালে কিউবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মার্কিন সরকার। সেইসঙ্গে হাভানার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন যা অর্ধ-শতাব্দিরও বেশি সময় ধরে বলবৎ ছিল। কিন্তু এ নিষেধাজ্ঞার ফলে কিউবার অর্থনৈতিক উন্নতি থেমে থাকেনি।
বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালে কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেন। সাম্প্রতিক নির্বাচনি প্রচারাভিযানের সময় বহুবার ওবামার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ট্রাম্প। কিন্তু শনিবারের বিবৃতিতে কিউবার সঙ্গে সম্পর্ক আবার ছিন্ন করার কোনো কথা তিনি উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, কিউবার জনগণ যাতে একটি স্বাধীন ও সমৃদ্ধ জীবনের দিকে এগিয়ে যেতে পারে তার প্রশাসন সেজন্য সবকিছু করবে।
এদিকে ক্যাস্ত্রোর মৃত্যুর পর প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রতিক্রিয়ায় বলেছেন, কিউবাসহ বিশ্বের ওপর ক্যাস্ত্রোর বিশাল প্রভাবের স্বীকৃতি ইতিহাসই দেবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭