কঙ্গোতে ৪০ লাখ শিশু অনাথ হয়েছে: জাতিসংঘ
মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় সহিংসতায় ৪০ লাখ শিশু তাদের পিতামাতার অন্তত একজনকে হারিয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
জাতিসংঘের কর্মকর্তা ফ্রান্সিসকা ইচিমপায়া এক প্রতিবেদনে জানিয়েছেন, "পশ্চিম এবং মধ্য আফ্রিকায় ২ কোটি ৬০ লাখের শিশু অনাথ হয়েছে। এসব দেশের মধ্যে কঙ্গোও রয়েছে। ১৯৯৪ সাল থেকে চলে আসা সহিংসতায় এসব শিশু অনাথ হয়েছে।" বংশানুক্রমিক সহিংসতার ফলে তারা এ পরিস্থিতির শিকার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, "এসব শিশু নিজেদের পাশাপাশি ছোট ভাইবোনদেরও ভরণ পোষনের দায়িত্ব পালন করতে হচ্ছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী অনেক শিশুদেরকে তাদের সহিংস তৎপরতায় নিয়োগ দিচ্ছে। এদের কারোর ওপর আবার নানা যৌন নির্যাতন চালানো হচ্ছে।"
কঙ্গোয় গত দু দশক ধরে জাতিগত সহিংসতা বিরাজ করছে। সন্ত্রাস কবলিত এ দেশটিতে শান্তি ফিরিয়ে আনার জন্য জাতিসংঘ ৫০টি দেশ থেকে প্রায় ২০,০০০ সেনা মোতায়েন করেছে। এসব শান্তিরক্ষী কঙ্গোর সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার কাজ করছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২