ফিনল্যান্ড সীমান্তের কাছে এক স্কোয়াড্রন অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করল রাশিয়া
(last modified Sat, 10 Dec 2016 06:07:42 GMT )
ডিসেম্বর ১০, ২০১৬ ১২:০৭ Asia/Dhaka
  • ফিনল্যান্ড সীমান্তের কাছে এক স্কোয়াড্রন অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করল রাশিয়া

রাশিয়া ফিনল্যান্ড সীমান্তের কাছে এক স্কোয়াড্রন অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই এসইউ-৩৫এস মোতায়েন করেছে। এ সব বিমান ফিনল্যান্ড সীমান্ত থেকে দুইশ’ মাইলেরও কম দূরত্বে অবস্থিত কারিলিয়া ঘাটিতে মোতায়েন করা হয়েছে।

ক্রেমলিনের কর্মকর্তারা বলছেন, রুশ উত্তরপশ্চিমাঞ্চলীয় সীমান্ত রক্ষায় এ সব বিমান মোতায়েন করা হয়েছে।

এ স্কোয়াড্রন চারটি এসইউ-৩৫ এস বিমান নিয়ে গঠিত হয়েছে। সুপারসোনিক বা শব্দের চেয়ে দ্রুত গতির এ সব যুদ্ধবিমানকে রুশ বিমান বাহিনীর সবচেয়ে সেরা যুদ্ধবিমান হিসেবে গণ্য করা হয়। সুখোই এসইউ-৩৫ এস যুদ্ধবিমান আকাশ থেকে আকাশে নিক্ষেপ উপযোগী গাইডেড ক্ষেপণাস্ত্রসহ ডুবোজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং গাইডেড বোমা বহন করতে পারে।

এ ছাড়া, মিনিটে দেড় হাজার গোলা বর্ষণের ক্ষমতা সম্পন্ন কামান বসানো রয়েছে এতে। ক্ষেপণাস্ত্র হামলা এড়ানোর বিশেষ ব্যবস্থা আছে সুখোই এসইউ-৩৫এস বিমানের।#

পার্সটুডে/মূসা রেজা/১০

 

ট্যাগ