নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসে ৬০ জনের মর্মান্তিক মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i27934-নাইজেরিয়ায়_গির্জার_ছাদ_ধসে_৬০_জনের_মর্মান্তিক_মৃত্যু
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ‘আকওয়া ইবোম’ প্রদেশের উয়িও শহরে একটি গির্জার ছাদ ধসে পড়ে অন্তত ৬০ ব্যক্তি নিহত হয়েছে। শনিবার একজন বিশপের অভিষেক অনুষ্ঠান চলার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১১, ২০১৬ ০৮:০২ Asia/Dhaka
  • নির্মাণাধীন গির্জায় বিশপের অভিষেক অনুষ্ঠান চলছিল
    নির্মাণাধীন গির্জায় বিশপের অভিষেক অনুষ্ঠান চলছিল

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ‘আকওয়া ইবোম’ প্রদেশের উয়িও শহরে একটি গির্জার ছাদ ধসে পড়ে অন্তত ৬০ ব্যক্তি নিহত হয়েছে। শনিবার একজন বিশপের অভিষেক অনুষ্ঠান চলার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় প্রাদেশিক গভর্নর উদোম ইমানুয়েলসহ কয়েকশ’ মানুষ ‘রিগনার্স বাইবেল’ গির্জায় উপস্থিত ছিলেন। তবে গভর্নর অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছেন বলে নাইজেরিয়ার গণমাধ্যম জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবনির্মিত গির্জাটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি এবং বিশপের অভিষেক অনুষ্ঠানের জন্য কর্মীরা তড়িঘড়ি করে নির্মাণকাজ শেষ করার চেষ্টা করছিলেন।

প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ দুর্ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন। প্রাদেশিক সরকার এ ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দিয়েছে।

একজন উদ্ধার কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপ পুরোপুরি সরানো হলে হয়ত আরো মৃতদেহ খুঁজে পাওয়া যাবে বলে তিনি জানান।

নিম্নমানের উপাদান দিয়ে ভবন নির্মাণ এবং ত্রুটিপূর্ণ নির্মাণ প্রক্রিয়ার কারণে নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসে পড়ার ঘটনা ঘটে। ২০১৪ সালে দেশটির লাগোস শহরের একটি গির্জার হোস্টেল ধসে বহু মানুষ হতাহত হয়েছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১