ঐতিহাসিক পার্ল হারবার সফরে জাপানি প্রধানমন্ত্রী অ্যাবে
https://parstoday.ir/bn/news/world-i29302-ঐতিহাসিক_পার্ল_হারবার_সফরে_জাপানি_প্রধানমন্ত্রী_অ্যাবে
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল পারবারে সাবেক মার্কিন নৌ ঘাঁটি পরিদর্শন করবেন। এ লক্ষ্যে তিনি সোমবার হাওয়াই’তে পৌঁছেছেন। ১৯৪১ সালের ডিসেম্বরে পার্ল হারবারে জাপানি রাজকীয় বিমান বাহিনীর হামলায় ২,৩০০ মার্কিন সেনা নিহত হয় এবং এর জের ধরে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৬ ০৬:৪৩ Asia/Dhaka
  • শিনজো অ্যাবে
    শিনজো অ্যাবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল পারবারে সাবেক মার্কিন নৌ ঘাঁটি পরিদর্শন করবেন। এ লক্ষ্যে তিনি সোমবার হাওয়াই’তে পৌঁছেছেন। ১৯৪১ সালের ডিসেম্বরে পার্ল হারবারে জাপানি রাজকীয় বিমান বাহিনীর হামলায় ২,৩০০ মার্কিন সেনা নিহত হয় এবং এর জের ধরে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে।

পার্ল হারবার সফরে আজ (মঙ্গলবার) আরো পরে শিনজো অ্যাবেকে সঙ্গ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  ১৯৪১ সালের ওই হামলার পর এই প্রথম তৎকালীন শত্রুভাবাপন্ন দুই দেশের নেতারা একসঙ্গ পার্ল হারবান সফর করতে যাচ্ছেন। বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে জাপান ও আমেরিকার মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে।

পার্ল হারবার সফরে গিয়ে জাপানি প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করবেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের হামলার জন্য তার দেশের পক্ষ থেকে ক্ষমা চাইবেন না।

১৯৪১ সালের ৭ ডিসেম্বরের হামলায় পার্ল হারবারে নোঙ্গর করা আটটি মার্কিন যুদ্ধজাহাজের সবগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং চারটি ডুবে যায়। অবশ্য আমেরিকার প্রধান বিমানবাহী রণতরীটি হামলার সময় সাগরে থাকায় হামলা থেকে রক্ষা পায়।

শিনজো অ্যাবে এবং বারাক ওবামা পার্ল হারবার পরিদর্শনের পর হাওয়াইতে শীর্ষ বৈঠকে মিলিত হবেন। আগামী মাসে ক্ষমতা হস্তান্তরের আগে অ্যাবের সঙ্গে এটি হবে ওবামার শেষ শীর্ষ বৈঠক।

পার্ল হারবারে জাপানি বাহিনীর বিমান হামলার ৭৫তম বার্ষিকীর তিন সপ্তাহ পর সেখানে জাপানি প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে জাপানের হিরোশিমায় মার্কিন পরমাণু বোমা হামলার বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি বছরই ওই শহর পরিদর্শন করেছিলেন। ১৯৪৫ সালের ওই বোমা হামলায় হিরোশিমা নগরীতে ১,৫০,০০০ মানুষ নিহত হয়েছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭