পাক-আফগান সীমান্ত এলাকায় বাড়ছে দায়েশ সন্ত্রাসীদের তৎপরতা
(last modified Thu, 29 Dec 2016 15:18:24 GMT )
ডিসেম্বর ২৯, ২০১৬ ২১:১৮ Asia/Dhaka
  • পাক-আফগান সীমান্ত এলাকায় বাড়ছে দায়েশ সন্ত্রাসীদের তৎপরতা

আফগানিস্তানের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমার বলেছেন, পাকিস্তান যদি দায়েশ সন্ত্রাসীকে সমর্থন দেয় কিংবা তাদেরর জন্য আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করে তাহলে তা হবে আফগানিস্তানসহ সমগ্র ওই অঞ্চলের জন্য বিরাট হুমকি।

তিনি আরো বলেছেন, বিভিন্ন আলামত থেকে বোঝা যাচ্ছে, দায়েশ সন্ত্রাসীরা পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকছে। আফগান প্রেসিডেন্টের এ উপদেষ্টা আরো জানান, ১০০ দায়েশ সন্ত্রাসী নানগারহার প্রদেশে অবস্থান করছে এর মধ্যে ৮০ জনই হচ্ছে পাকিস্তানের নাগরিক। তিনি বলেন, যখনই সেনাবাহিনী অভিযান চালায় তখনই তারা পাকিস্তানের দিকে পালিয়ে যায় এবং আবারো ফিরে আসে। হানিফ আতমার এমন সময় পাকিস্তান ভিত্তিক দায়েশ সন্ত্রাসীদের তৎপরতার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যখন কাবুল কর্তৃপক্ষ সেদেশে সন্ত্রাসী তৎপরতা বাড়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

গত দুই বছর ধরে দায়েশ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় তৎপরতা চালাচ্ছে এবং তাদের হুমকি ক্রমেই বাড়ছে। দায়েশ আফগানিস্তানের নানগারহার প্রদেশকে তাদের সামরিক ঘাঁটিতে পরিণত করার চেষ্টা চালাচ্ছে এবং এরপর অন্যান্য প্রদেশেও তাদের প্রভাব বিস্তার বা দখলের পরিকল্পনা রয়েছে। এ কারণে আফগানিস্তানের সংসদ সদস্যরা বহুবার দায়েশের প্রভাব বিস্তারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তাদের মোকাবেলায়  এখনই পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আফগান প্রেসিডেন্টের উপদেষ্টা দায়েশ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন তা থেকে বোঝা যায়, কাবুল তালেবানের মতো দায়েশকেও আফগানিস্তানের জন্য হুমকি বলে মনে করে এবং এর জন্য তারা পাকিস্তানকেই দায়ী করছে। আফগান সরকারের অভিযোগ পাকিস্তান সেদেশে দায়েশকে সমর্থন ও তাদের আশ্রয় দিচ্ছে যা কিনা আগামীতে আফগানিস্তানের জন্য আরো হুমকি সৃষ্টি করবে। আর এর ফলে সেদেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধ আরো কঠিন হবে।

দায়েশ এর আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলে তাদের ঘাঁটি প্রতিষ্ঠার কথা জানিয়েছিল। বিশেষ করে ইরাক ও সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীরা পরাজিত হওয়ার পর এখন তাদের আফগানিস্তানে চলে আসার সম্ভাবনা বেড়ে যাওয়ায় সেদেশের নিরাপত্তা পরিস্থিতি অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় প্রতিবেশী মুসলিম দেশ হিসেবে পাকিস্তান সন্ত্রাসীদের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ পাকিস্তান সরকার নিজেও উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এ কারণে আফগান প্রেসিডেন্টের উপদেষ্টা দায়েশের প্রতি পাকিস্তানের সম্ভাব্য সমর্থনের পরিণতির বিষয়ে সতর্ক করে দিয়েছেন। #     

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/২৯