পাকিস্তানে অত্যাধুনিক নিরাপত্তা বিষয়ক অপারেশন কেন্দ্র স্থাপন করেছে আমেরিকা: কেরি
জানুয়ারি ০৭, ২০১৭ ১২:০১ Asia/Dhaka
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, পাকিস্তানসহ বিশ্বের কয়েকটি দেশে আমেরিকার কৌশলগত অত্যাধুনিক নিরাপত্তা বিষয়ক অপারেশন কেন্দ্র স্থাপন করেছে।
এক্সিট মেমো নামে পরিচিত বিদায়ী পত্রে মার্কিন প্রেসিডেন্ট ওবামার পররাষ্ট্র বিষয়ক সফলতার কথা তুলে ধরতে যেয়ে এ কথা জানান তিনি। এই পত্র মার্কিন পরবর্তী প্রশাসনকে দিক নির্দেশনা দিতে সহায়তা করবে।
২১ পাতার এ পত্রে বিশ্বের যে সব দেশে কৌশলগত নিরাপত্তা বিষয়ক অপারেশন কেন্দ্র স্থাপন করা হয়েছে তার মধ্যে ইরাক এবং আফগানিস্তানের নামও রয়েছে। অবশ্য এ সব কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে বা এ সব কেন্দ্রের তৎপরতা সম্পর্কে পত্রে কোনো আভাস দেয়া হয় নি।#
পার্সটুডে/মূসা রেজা/৭