সিআইএ-কে গোপন কারাগার স্থাপন করতে দেবে না পোল্যান্ড ও লিথুয়ানিয়া
(last modified Fri, 27 Jan 2017 11:35:12 GMT )
জানুয়ারি ২৭, ২০১৭ ১৭:৩৫ Asia/Dhaka
  • সিআইএ-কে গোপন কারাগার স্থাপন করতে দেবে না পোল্যান্ড ও লিথুয়ানিয়া

পোল্যান্ড ও লিথুয়ানিয়ায় আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে গোপন কারাগার স্থাপন করতে দেয়া হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প যদি সিআইএ’র গোপন কর্মসূচি পুনরায় চালু করেন তাহলে এ ধরনের কারাগার স্থাপন করতে দেবে না এই দুই মিত্র দেশ।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী বেটা সিজেলডোকে এ বিষয়ে প্রশ্ন করা হলে এ জবাব দেন তিনি। তিনি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো এমন প্রস্তাব দেয়া হয় নি। এ ধরনের কারাগার স্থাপনের কোনো সুযোগ পোল্যান্ডে নেই বলেও জানিয়ে দেন তিনি। তিনি বলেন, এ প্রশ্নের জবাব হলো নেতিবাচক।

এদিকে, লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী লিনাস লাইংকেভিসিয়াসকে একই প্রশ্ন করা হলেও 'না' সূচক জবাব দেন তিনি। তিনি বলেন, তার দেশ কৌশলগত সব ক্ষেত্রে আমেরিকাকে সহযোগিতা করতে সম্মত আছে। তবে মানবাধিকার রক্ষা করতে হবে বলে জানান তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথিত যুদ্ধের নামে বিশ্বের বিভিন্ন দেশে গোপন কারাগার স্থাপন করেছিল সিআইএ। অবশ্য ওই সব গোপন কারাগারের অস্তিত্বের কথা কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নি পোল্যান্ড বা লিথুয়ানিয়া।

পার্সটুডে/মূসা রেজা/২৭