রাশিয়ার দিকে এগুচ্ছে ন্যাটো: লাটভিয়ায় মার্কিন ট্যাংক মোতায়েন
https://parstoday.ir/bn/news/world-i32647-রাশিয়ার_দিকে_এগুচ্ছে_ন্যাটো_লাটভিয়ায়_মার্কিন_ট্যাংক_মোতায়েন
বাল্টিক রাষ্ট্র লাটভিয়ায় ট্যাংকসহ অন্যান্য সমরাস্ত্র মোতায়েন করেছে আমেরিকা। রুশ সীমান্তের দিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে এগিয়ে নেয়ার অংশ হিসেবে এসব যুদ্ধাস্ত্র মোতায়েন করা হলো।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ০৯:২০ Asia/Dhaka
  • লাটভিয়ায় প্রবেশ করছে মার্কিন ট্যাংক (৮ ফেব্রুয়ারি ২০১৭)
    লাটভিয়ায় প্রবেশ করছে মার্কিন ট্যাংক (৮ ফেব্রুয়ারি ২০১৭)

বাল্টিক রাষ্ট্র লাটভিয়ায় ট্যাংকসহ অন্যান্য সমরাস্ত্র মোতায়েন করেছে আমেরিকা। রুশ সীমান্তের দিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে এগিয়ে নেয়ার অংশ হিসেবে এসব যুদ্ধাস্ত্র মোতায়েন করা হলো।

বুধবার লাটভিয়ার উত্তরাঞ্চলীয় শহর গারকালনে’তে ২২৫ মার্কিন সেনা, ১৫টি এমআই আব্রাম্স ট্যাংক, ছয়টি সাঁজোয়া যানসহ অন্যান্য যুদ্ধাস্ত্র প্রবেশ করে। মার্কিন সেনাবাহিনীর তৃতীয় ব্রিগেডের এসব সেনা আগে থেকে লাটভিয়ায় মোতায়েন ১৭৩তম মার্কিন ব্রিগেডের স্থলাভিষিক্ত হবে।  এসব সেনা ন্যাটোর ভাষায় ‘সম্ভাব্য রুশ আগ্রাসন’ প্রতিহত করবে।

এর আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে আরেক বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার উত্তরাঞ্চলীয় তাপা শহরে চারটি যুদ্ধ ট্যাংক ও ১৫টি সাঁজোয়া যানসহ ৫০ ইউনিট সামরিক সরঞ্জাম মোতায়েন করে আমেরিকা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের জের ধরে পূর্ব ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে এবং ন্যাটো জোটের সদস্য দেশগুলোর নিরাপত্তা রক্ষার স্বার্থে এসব সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯