ক্রিমিয়াকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দিন: রাশিয়াকে ট্রাম্প
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ক্রিমিয়া উপত্যকাকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়ে বিপাকে পড়া ট্রাম্প এই আহ্বানের মধ্যদিয়ে মস্কোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দৃশ্যত ‘কঠোর’ হওয়ার চেষ্টা করছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
হোয়াইট হাউজের প্রেস সচিব সিন স্পাইসার মঙ্গলবার এক দৈনিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন রুশ সরকার ইউক্রেনে সংঘর্ষ কমিয়ে ক্রিমিয়াকে ফেরত দেবে এবং নিজের এই অবস্থান স্পষ্ট করতে তিনি দ্বিধা করেননি।”
স্পাইসার আরো বলেন, “একইসঙ্গে তিনি আন্তরিকভাবে রাশিয়ার সঙ্গে সহযোগিতা করতেও আগ্রহী।” হোয়াইট হাউজের প্রেস সচিব সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে ভর্ৎসনা করেন এই বলে যে, ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে অন্তর্ভূক্ত করার বিষয়টিকে তিনি উপেক্ষা করেছেন।

ইউক্রেনের ক্রিমিয়া প্রজাতন্ত্র ২০১৪ সালের ১৭ মার্চ স্বাধীনতা ঘোষণা করে। প্রজাতন্ত্রটিতে অনুষ্ঠিত এক গণভোটে ৯৬.৮ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার পক্ষে মত দেয়ার পর এটির পক্ষ থেকে রাশিয়ায় যোগ দেয়ার আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়। ওই আহ্বানের জের ধরে এক ডিক্রি জারি করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে রুশ ফেডারেশনের অন্তর্ভূক্ত করে নেন।
ক্রিমিয়াকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেয়ার মার্কিন দাবির জবাবে চলতি মাসের গোড়ার দিকে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছিলেন, “ক্রিমিয়ার জনগণ এক গণভোটে তাদের মনোবাসনার কথা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে।”#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫