জেনেভা বৈঠক থেকে সুস্পষ্ট এজেন্ডা বেরিয়ে এসেছে: জাতিসংঘ
-
স্ট্যাফান ডি মিস্তুরা
সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা বলেছেন, এবারের আলোচনা ছিল বাস্তবধর্মী এবং ভবিষ্যত আলোচনার জন্য এ বৈঠক থেকে ‘সুস্পষ্ট আলোচ্যসূচি’ বেরিয়ে এসেছে।
জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে এবারের বৈঠক নয় দিন স্থায়ী হয়। শুক্রবার এ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মিস্তুরা বলেন, চলতি মাসেই দু’পক্ষের মধ্যে আরেকটি আলোচনা অনুষ্ঠিত হবে। সেখানকার মূল আলোচ্যসূচি থাকবে সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ।
জাতিসংঘের বিশেষ দূত বলেন, “ট্রেন প্রস্তুত, এটি এখন স্টেশনে অবস্থান করছে, এর ইঞ্জিন গরম হচ্ছে। সব কিছুই প্রস্তুত, আমাদের শুধু এখন ইঞ্জিনটি চালু করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। আমি মনে করি আমাদের সামনে এখন একটি স্পষ্ট এজেন্ডা এসে গেছে।”
জাতিসংঘের মধ্যস্থতায় গত বছরের এপ্রিলের পর এই প্রথম সিরিয়া বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হলো। ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় দ্বিতীয় দফা বৈঠক হওয়ার পর জেনেভা আলোচনার ক্ষেত্র সৃষ্টি হয়। গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিরা আস্তানায় বৈঠকে মিলিত হয়েছিলেন। রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে দু’পক্ষ জেনেভায় যেতে সম্মত হয়েছিল।
স্ট্যাফান ডি মিস্তুরা সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, আস্তানা ও জেনেভা বৈঠক ছিল একে অপরের পরিপূরক।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪