ইরাক ও সিরিয়ায় গেছে বহু জার্মান সন্ত্রাসী: সংবাদ মাধ্যম
(last modified Mon, 06 Mar 2017 12:44:37 GMT )
মার্চ ০৬, ২০১৭ ১৮:৪৪ Asia/Dhaka
  • ইরাক ও সিরিয়ায় গেছে বহু জার্মান সন্ত্রাসী: সংবাদ মাধ্যম

জার্মানিতে বেড়ে ওঠা বহু চরমপন্থী সন্ত্রাসী গোলযোগপূর্ণ ইরাক ও সিরিয়ায় গেছে বলে একটি জার্মান সংবাদ মাধ্যম জানিয়েছে। সাপ্তাহিক ডার স্পাইগেল জানিয়েছে, স্থানীয়ভাবে বেড়ে উঠা ৯১০ উগ্র সন্ত্রাসী জার্মানি থেকে ইরাক ও সিরিয়ায় গেছে। গত বছর এ সংখ্যা ছিল ৮০০ জন।

জার্মানির সংবিধান রক্ষা বিষয়ক ফেডারেল দফতর এক প্রতিবেদনে জানিয়েছে, ইরাক ও সিরিয়ায় ভ্রমণ করা সন্ত্রাসীদের অর্ধেকেরও বেশী জার্মানির নাগরিক। আবার এদের মধ্যে এক-পঞ্চমাংশ নারী রয়েছে। এখন পর্যন্ত ১৪৫ জার্মান সন্ত্রাসী ইরাক ও সিরিয়ায় নিহত হয়েছে বলে জানিয়েছে স্পাইগেল।

জার্মান সরকার জানিয়েছে, সন্ত্রাসীদের এক-তৃতীয়াংশ নিজ দেশে ফিরে গেছে এবং এদের মধ্যে ৭০ জন এখনো বিদেশে লড়াইয়ে লিপ্ত রয়েছে। এদিকে, ম্যাগাজিনটি আরো জানিয়েছে,  মধ্যপ্রাচ্যে দায়েশ সন্ত্রাসীরা একের পর এক পরাজয়ের মুখে পড়ার ফলে জার্মানি থেকে ইরাক ও সিরিয়ায় ভ্রমণে যাওয়া সন্ত্রাসীদের হার গত বছরের তুলনায় কমেছে।

জার্মানির নিজস্ব নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা সম্প্রতি সতর্ক করে দিয়ে বলেছে, তাদের দেশে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের সংখ্যা দিন দিন বাড়ছে। ২০১৩ সালে যেখানে সন্ত্রাসীদের সংখ্যা ছিল ১০০ জন সেখানে আজ তা বেড়ে ১,৬০০তে দাঁড়িয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৬

ট্যাগ