নেপাল সফরে চীনা প্রতিরক্ষামন্ত্রী: হতে পারে যৌথ মহড়া, উদ্বেগে ভারত
-
নেপালের ত্রিভুবন বিমান বন্দর থেকে বের হয়ে আসছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী চাং ওয়ানকুয়ান
চীনের প্রতিরক্ষামন্ত্রী চাং ওয়ানকুয়ান তিন দিনের সফরে আজ (বৃহস্পতিবার) নেপালে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। নেপালি প্রতিরক্ষামন্ত্রী বাল কৃষ্ণা কানের আমন্ত্রণে দেশটি সফর করছেন চাং। এ সফরকালে চীন-নেপাল যৌথ সামরিক মহড়া আয়োজনের বিষয়ে আলোচনা করবেন দুই দেশের কর্মকর্তারা।
এ অবস্থায় এ অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধিতে উদ্বিগ্ন ভারত চীনা প্রতিরক্ষামন্ত্রীর নেপাল সফরের ওপর কড়া নজর রাখছে। গত ১৫ বছরের মধ্যে এই প্রথম নেপাল সফর করছেন চীনের কোনো প্রতিরক্ষামন্ত্রী। কাঠমান্ডু পৌঁছেই নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এছাড়া নেপালের প্রতিরক্ষমন্ত্রীর সঙ্গেও আলোচনা করবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।
নেপালের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উত্তম প্রাসাদ নাগলিয়া বলেছেন, নেপালের সামরিক বাহিনীকে সহায়তা সংক্রান্ত চুক্তি নিয়ে কাজ করছে বেইজিং ও কাঠমাণ্ডু। নেপালের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রত্যাশা করছে এ সফরের সময়ে যৌথ সামরিক মহড়ার বিষয়ে অগ্রগতি হবে। তবে এখনো এটি নিশ্চিত নয় বলে তিনি জানান।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক নেপালের একটি সামরিক সূত্র বলেছে, চীন-নেপাল যৌথ মহড়ার নাম ‘সাগামাথা বন্ধুত্ব’ রাখা হতে পারে। এভারেস্ট শৃঙ্গকে নেপালি ভাষায় ‘সাগামাথা’ বলা হয়। মহড়ায় দুযোর্গকালীন ত্রাণ ও উদ্ধার তৎপরতার ওপর গুরুত্ব দেয়া হবে।
অবশ্য চীন ও নেপালের সম্ভাব্য সামরিক মহড়া নিয়ে ভারতে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারত তার ক্ষুদ্র প্রতিবেশী দেশগুলোর প্রতি ‘বড় ভাই’ সুলভ আচরণ করে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৩