৪০ পুলিশ কর্মকর্তাকে গলা কেটে হত্যা
-
কাসাই প্রদেশে আগে থেকেই মোতায়েন রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ফাইল ছবি)
পশ্চিম আফ্রিকার দেশ কঙ্গোতে বন্দুকধারীরা প্রায় ৪০ পুলিশ কর্মকর্তাকে গলা কেটে হত্যা করেছে। দেশটির মধ্যাঞ্চলীয় ‘কাসাই' প্রদেশে ‘কামউইনা সাপু’ গোষ্ঠীর যোদ্ধারা এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে।
শুক্রবার প্রদেশের ‘শিকাপা’ এলাকা থেকে ‘কানাঙ্গা’ যাওয়ার পথে পুলিশের একটি দল আক্রমণের শিকার হন। বন্দুকধারীরা অতর্কিত আক্রমণ করে প্রথমে পুলিশ সদস্যদের নিরস্ত্র করে এবং পরে ছয়জন ছাড়া বাকি সবাইকে গলা কেটে হত্যা করে।
প্রাণে রক্ষা পাওয়া ছয় পুলিশ কর্মকর্তা স্থানীয় ‘শিলুবা’ ভাষায় কথা বলতে পারার কারণে তাদেরকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন কাসাই প্রদেশের সংসদ স্পিকার ফ্রাঁসোয়া কলম্বা।
প্রদেশের গভর্নর অ্যালেক্সিস কান্ডে মিওপম্পা বলেছেন, হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
গত আগস্টে নিরাপত্তা বাহিনী ‘কামউইনা সাপু’ গোষ্ঠীর নেতা জাঁ-পিয়েরে পান্ডিকে হত্যা করার পর সেখানে সহিংসতা শুরু হয়। জাতিসংঘ বলেছে, গত আগস্ট থেকে এ পর্যন্ত সহিংসতায় প্রায় ৪০০ লোক নিহত ও দুই লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়েছেন।
এই গোষ্ঠী গত বছরের জুন মাসে পান্ডিকে স্থানীয় সরকার প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার দাবিতে আন্দোলন শুরু করেছিল। সেইসঙ্গে তাদের দাবি ছিল, তাদের এলাকা থেকে কেন্দ্রীয় সরকারের সব দপ্তর ও নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করে নিতে হবে। তাদের আন্দোলনের মধ্যেই পুলিশ পান্ডিকে হত্যা করলে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬