অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে কড়া নিন্দা জানাল ইইউ
ইহুদিবাদী ইসরাইল গত ২০ বছরের মধ্যে অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে প্রথমবারের মতো অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে। আর বেশিরভাগ ইউরোপীয় সরকার এর কড়া নিন্দা জানিয়েছে।
বৃহস্পতিবার ইসরাইলের মন্ত্রিপরিষদ সর্বসম্মতভাবে ফিলিস্তিনের রামাল্লাহ শহরের কাছে বসতি স্থাপনের পক্ষে ভোট দিয়েছে। এর আগের দিন বুধবার আরব লীগ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে অবৈধ ইসরাইলি বসতি সরিয়ে নেয়ার পাশাপাশি পুর্ব জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য আহ্বান জানিয়েছিল।
গতকাল (শুক্রবার) প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের নতুন বসতি স্থাপনের পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থি হিসেবে আখ্যায়িত করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন জোর দিয়ে বলেছেন, এটি ফিলিস্তিনি-ইসরাইল সংকট নিরসনের লক্ষ্যে সম্ভাব্য দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে হুমকির মধ্যে ফেলবে।
তিনি বলেন, এ ধরনের পদক্ষেপে অগ্রসর না হতে আমি ইসরাইলের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। জনসন বলেন, তেল আবিব এ পরিকল্পণনা বাস্তবায়ন করলে সেখানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্য থেকে আমরা ছিটকে পড়ব এবং এর ফলে ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে ভিন্ন মাত্রার সম্পর্ক প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়বে।
এদিকে, ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা বিবৃতিতে বলেছে, ইসরাইলের বসতি স্থাপনের ঘোষণা চরম উদ্বেগজনক। মন্ত্রণালয়টি আরো বলেছে, আমরা তেল আবিবের এই সিদ্ধান্তের কড়া নিন্দা জানাচ্ছি। বসতি স্থাপন শান্তি প্রক্রিয়াকে বানচাল করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রাও বাড়িয়ে দেবে বলে জানায় ওই মন্ত্রণালয়।#
পার্সটুডে/বাবুল আখতার/১