মার্কিন ষড়যন্ত্রগুলোর জবাব তৈরি করে রেখেছে ইরান: লারিজানি
https://parstoday.ir/bn/news/world-i35478-মার্কিন_ষড়যন্ত্রগুলোর_জবাব_তৈরি_করে_রেখেছে_ইরান_লারিজানি
ইরানের সংসদ স্পিকার ডক্টর আলী লারিজানি বলেছেন, মার্কিন সরকারের নানা প্রতিশ্রুতি লঙ্ঘন বা সমঝোতা-পরিপন্থী পদক্ষেপলোর জবাব তৈরি করে রেখেছে ইরান, এ জাতীয়  তৎপরতা অব্যাহত রাখলে ওয়াশিংটনকে কষ্ট পেতে হবে তেহরানের কাছ থেকে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০১, ২০১৭ ২০:২৭ Asia/Dhaka
  • ইরানের সংসদ স্পিকার ডক্টর আলী লারিজানি
    ইরানের সংসদ স্পিকার ডক্টর আলী লারিজানি

ইরানের সংসদ স্পিকার ডক্টর আলী লারিজানি বলেছেন, মার্কিন সরকারের নানা প্রতিশ্রুতি লঙ্ঘন বা সমঝোতা-পরিপন্থী পদক্ষেপলোর জবাব তৈরি করে রেখেছে ইরান, এ জাতীয়  তৎপরতা অব্যাহত রাখলে ওয়াশিংটনকে কষ্ট পেতে হবে তেহরানের কাছ থেকে।

তিনি আজ (শনিবার) তেহরানের পশ্চিমে সাভাজবুলাগ শহরে এই হুঁশিয়ারি দিয়েছেন। লারিজানি বলেন, বিশ্বের সব সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন সরকার। 

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, মার্কিন সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণায় পেন্টাগন মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জনক এবং এসব প্রতিষ্ঠান বা সংস্থা মধ্যপ্রাচ্যের শান্তিকে ব্যাপক মাত্রায় বাধাগ্রস্ত করছে বলে তিনি মন্তব্য  করেন। 

লারিজানি বলেছেন, তেহরান পরমাণু বিষয়ে স্পষ্ট পথ অনুসরণ করছে এবং স্পষ্ট যুক্তিও রয়েছে তার, কিন্তু যারা প্রতারণার আশ্রয় নিয়ে ইরানকে দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করছে তাতে তারাই ক্ষতিগ্রস্ত হবে। 

তিনি আরও বলেছেন, মার্কিন সরকার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দেয়া শর্তগুলো না মানলে ইরানও ওয়াশিংটনকে কঠোর জবাব দেয়ার ক্ষমতা রাখে। 

ইরান ৬ জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু-সমঝোতা যথাযথভাবে মেনে চলছে বলে উল্লেখ করে ইরানি সংসদ স্পিকার বলেন, মার্কিন ষড়যন্ত্রগুলোর জবাব তৈরি করে রেখেছে ইরান এবং তেহরান সময়মত সেগুলো বাস্তবায়ন শুরু করবে। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/১