মিশরের তানতা শহরে গির্জার কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণ: নিহত ২৫
মিশরের উত্তরাঞ্চলীয় তানতা শহরে অবস্থিত একটি গির্জার কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। হামলায় আরো অন্তত ৬০ ব্যক্তি আহত হয়েছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে।
আজ (রোববার) বোমা বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। প্রাদেশিক গভর্নর আহমেদ দেইফ টেলিভিশন চ্যানেলকে বলেন, 'ওই গির্জার ভেতরে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। হয় আগে থেকেই সেখানে বোমা পেতে রাখা হয়েছিল বা কেউ আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।' ওই সূত্রগুলো আরো জানিয়েছে, ওই শহরের পুলিশ একাডেমির কাছে দ্বিতীয় আরেকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়। এর ফলে সৃষ্ট গোলযোগের সুযোগে গত কয়েক বছর ধরে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে। বেশিরভাগ হামলার দায়িত্ব স্বীকার করেছে 'বেলায়েতে সিনাই' নামে একটি উগ্র তাকফিরি গোষ্ঠী। মিশরের সামরিক ও পুলিশ বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এ গোষ্ঠীটি।#
পার্সটুডে/বাবুল আখতার/৯