সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে: আলজেরিয়া
-
আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামতানে লামামরা
সিরিয়ার বিমান ঘাঁটিতে সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামতানে লামামরা জোর দিয়ে বলেছেন, সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে। গতকাল (শুক্রবার) আলজিয়ার্সে দেয়া এক বক্তৃতায় লামামরা সিরিয়ার সার্বভৌমত্ব এবং দেশটির বিষয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সিরিয়ার চলমান সংকটময় পরিস্থিতি রাজনৈতিকভাবে নিরসন করতে হবে। দামেস্কের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হলে পরিস্থিতি আরো ঘোলাটে হবে এবং সেই সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। মার্কিন সেনারা সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে গত ৭ এপ্রিল হোমসের শাইরাত বিমান ঘাঁটিতে ৫৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য এলো।
ওয়াশিংটন দাবি করেছে, ওই বিমান ঘাঁটি থেকেই সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত খান শেইখুন শহরে রাসায়নিক হামলা চালানো হয়েছে। সেখানে বিষাক্ত গ্যাস গ্রহণে ৮৭ ব্যক্তি নিহত হয়েছে। এদিকে, সিরিয়ার সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলো দাবি করেছে যে দেশটির সরকারি বাহিনীর চালানো রাসায়নিক হামলার কারনে এসব ব্যক্তি নিহত হয়।
অবশ্য আমেরিকা এবং তাদের মদদপুষ্ট সন্ত্রাসীদের এসব দাবি প্রত্যাখান করে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত একটি অস্ত্রাগারে সিরিয় বাহিনীর বোমা বর্ষণের ফলে সেখান থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসেই এসব ব্যক্তি নিহত হয়।#
পার্সটুডে/বাবুল আখতার/১৫