সিন্ধু নদে বিদ্যুৎ উৎপাদন করবে পাকিস্তান: বিপুল অর্থ দিচ্ছে চীন
(last modified Sat, 13 May 2017 06:01:08 GMT )
মে ১৩, ২০১৭ ১২:০১ Asia/Dhaka
  • সিন্ধু নদ (ফাইল ফটো)
    সিন্ধু নদ (ফাইল ফটো)

সিন্ধু নদের জলপ্রপাত উন্নয়নের জন্য পাঁচ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীন। উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন হলে সেখান থেকে প্রতিদিন ৪০ হাজার মেগাওয়াট পানিবিদ্যুৎ উৎপাদন করবে পাকিস্তান।

এ নিয়ে দু দেশের মধ্যে আজ (শনিবার) একটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করছে ইসলামাবাদ। চীন সফররত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উপস্থিতিতে সমঝোতা স্মারক সই হবে।  

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার সঙ্গে আরো যেসব উন্নয়ন প্রকল্প ও অবকাঠামো নির্মাণ করতে হচ্ছে তারই অংশ হিসেবে সিন্ধু নদে পানিবিদ্যুৎ প্রকল্প হাতে নিচ্ছে পাকিস্তান এবং তাতে বিপুল অর্থ বিনিয়োগ করবে বেইজিং। পাকিস্তানের কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এরইমধ্যে চীনা বিশেষজ্ঞরা প্রকল্প এলাকায় জরিপ চালিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে চীন সরকার যার ফলে বেশ কয়েকটি বিশাল প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।#  

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩