আমেরিকায় উগ্র জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে উঠছে: ট্রাম্পকে ওবামা
https://parstoday.ir/bn/news/world-i41344-আমেরিকায়_উগ্র_জাতীয়তাবাদ_মাথাচাড়া_দিয়ে_উঠছে_ট্রাম্পকে_ওবামা
মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উগ্র জাতীয়তাবাদ বিস্তারের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেছেন। সেই সঙ্গে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ০২, ২০১৭ ১৮:৫৯ Asia/Dhaka
  • মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা
    মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা

মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উগ্র জাতীয়তাবাদ বিস্তারের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেছেন। সেই সঙ্গে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গতকাল (শনিবার) জাকার্তায় 'ফোর্থ কংগ্রেস অব ইন্দোনেশিয়ান দিয়াসপোরা'তে দেয়া এক ভাষণে বারাক ওবামা এ হুঁশিয়ারি দেন। ওবামা এবং তার পরিবার ছুটি কাটাতে এখন জাকার্তায় অবস্থান করছেন।

ওবামা বলেন, "আমরা সাম্প্রদায়িক রাজনীতির উত্থান দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে, উগ্র জাতীয়তাবাদ কিভাবে প্রসার ঘটছে। উন্নত এবং অনুন্নত বিশ্বে সংখ্যালঘু মানুষের প্রতি বিদ্বেষ এবং বৈষম্য বাড়ার পাশাপাশি যারা আমাদের মতো  দেখতে নয় কিংবা আমাদের মতো অনুরূপ বিশ্বাসের অধিকারী নয় তাদের প্রতিও ভিন্ন আচরণ করা হচ্ছে।"      

ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করেই ইরান, সিরিয়া, সুদান, সোমালিয়া, লিবিয়া ও ইয়েমেনের নাগরিকদের আমেরিকা প্রবেশের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করেন। তবে আমেরিকার কয়েকটি অঙ্গরাজ্যের হাইকোর্ট ট্রাম্পের নির্বাহী আদেশে স্থগিতাদেশ দেয়। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট এ ব্যাপারে আগামী অক্টোবরে শুনানি গ্রহণ করতে রাজি হওয়ায় ট্রাম্পের অভিভাসন আইনের একাংশ আগামী অন্তত চার মাসের জন্য কার্যকর হতে যাচ্ছে। 

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার সে ব্যাপারেও কথা বলেছেন বারাক ওবামা। বৈশ্বিক উষ্ণতা কমানোর বিষয়ে প্যারিস জলবায়ু চুক্তি করা হয়েছিল।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ করার লক্ষ্যে আমরা সবাই প্যারিসে একত্রিত হয়েছিলাম। এ চুক্তি আমাদের ভবিষ্যৎ শিশুদেরকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই চালানোর অনুপ্রেরণা যোগাবে বলেও মন্তব্য করেন বারাক ওবামা।#

পার্সটুডে/বাবুল আখতার/২