কিউবার ২ কূটনীতিবিদকে বহিষ্কার করেছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i43840-কিউবার_২_কূটনীতিবিদকে_বহিষ্কার_করেছে_আমেরিকা
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নাউয়ার্ট বলেছেন, ওয়াশিংটন ডিসির কিউবা দূতাবাসের দুই কূটনীতিবিদকে বহিস্কার করা হয়েছে। হাভানায় একদল মার্কিন কূটনীতিবিদদের ওপর গোপন ‘সোনিক উইপন’ বা ‘শব্দাস্ত্র’ দিয়ে ধারাবাহিক হামলার জবাবে এ দু’জনকে বহিষ্কার করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১০, ২০১৭ ১১:৪৫ Asia/Dhaka
  • ওয়াশিংটন ডিসিতে কিউবার দূতাবাস
    ওয়াশিংটন ডিসিতে কিউবার দূতাবাস

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নাউয়ার্ট বলেছেন, ওয়াশিংটন ডিসির কিউবা দূতাবাসের দুই কূটনীতিবিদকে বহিস্কার করা হয়েছে। হাভানায় একদল মার্কিন কূটনীতিবিদদের ওপর গোপন ‘সোনিক উইপন’ বা ‘শব্দাস্ত্র’ দিয়ে ধারাবাহিক হামলার জবাবে এ দু’জনকে বহিষ্কার করা হয়।

নাউয়ার্ট জানান, কিউবার রাজধানী হাভানায় দায়িত্ব পালনে নিয়োজিত মার্কিন সরকারের কোনো কোনো কর্মী কিছু কিছু ঘটনার কথা জানিয়েছেন । এতে তাদের দেহে নানা উপসর্গ দেখা দিয়েছে বলেও দাবি করেন তিনি। কিউবার দুই কূটনীতিবিদ এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেও বলেও জানান তিনি।

শব্দ বা অতিশব্দ প্রয়োগ করে অবশ বা আহত এমনকি হত্যার কাজে যে অস্ত্র ব্যবহার হয় তাই   ‘সোনিক উইপন বা ‘শব্দাস্ত্রনামে পরিচিত। সেকেন্ডে ২০ হাজার বারের বেশি শব্দতরঙ্গ অতিশব্দ বা আলট্রাসাউন্ড নামে পরিচিত। সেকেন্ডে ২০ বারের কম বা ২০ হাজার বারের বেশি শব্দ তরঙ্গ সাধারণ ভাবে মানুষ শুনতে পায় না।

২০১৫ সালে কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ছাড়া, হাভানার সঙ্গে বাণিজ্য করার জন্য কিছু আইন তিনি শিথিলও করেছিলেন।#

পার্সটুডে/মূসা রেজা/১০