স্পেনে সন্ত্রাসীদের ভ্যান হামলা: নিহত ১৩, দায়েশের দায় স্বীকার
(last modified Fri, 18 Aug 2017 05:27:43 GMT )
আগস্ট ১৮, ২০১৭ ১১:২৭ Asia/Dhaka
  • স্পেনে সন্ত্রাসী হামলার পর পুলিশের তৎপরতা
    স্পেনে সন্ত্রাসী হামলার পর পুলিশের তৎপরতা

স্পেনের বার্সেলোনা শহরের জনপ্রিয় পর্যটন এলাকা লাস র‍্যামব্লাসে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে সন্ত্রাসী হামলায় অন্তত ১৩ জন নিহত ও ১০০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

লাস র‍্যামব্লাসে পথচারীদের ভিড়ের মধ্যে একটি ভ্যান তুলে দিয়ে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক ব্যক্তি ভ্যানটি এলোমেলোভাবে চালিয়ে সামনে যাচ্ছিল এবং দ্রুতগতিতে বেশিসংখ্যক লোকজনকে পিষ্ট করার চেষ্টা করছিল।

পথচারীদের পিষ্ট করার পর ভ্যানচালক হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় কতজন জড়িত, তা এখনো স্পষ্ট নয়। তবে হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। অবশ্য, তাদের মধ্যে ভ্যানচালক নেই। বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী।

এদিকে, গতকালের এ হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। সন্ত্রাসীদের কথিত সংবাদ সংস্থা ‘আমাক’ বলেছে, বার্সেলোনায় যারা হামলা চালিয়েছে, তারা তাদের যোদ্ধা। হামলাকে তারা প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮ 

 

ট্যাগ