গ্রেফতার এড়ানোর চেষ্টা করলে গুলি করে হত্যা করো: পুলিশের প্রতি দুতের্তে
https://parstoday.ir/bn/news/world-i44962-গ্রেফতার_এড়ানোর_চেষ্টা_করলে_গুলি_করে_হত্যা_করো_পুলিশের_প্রতি_দুতের্তে
ফিলিপাইনে মাদক বিরোধী অভিযানের সময় কোনো 'নির্বোধ' অপরাধী পুলিশের গ্রেফতার প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। দেশটির শত শত মানুষ তার মাদক বিরোধী কঠোর অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর দুই দিন পর পুলিশের প্রতি এমন নির্দেশনা দিলেন দুতের্তে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৮, ২০১৭ ১৬:৩৫ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে
    প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে

ফিলিপাইনে মাদক বিরোধী অভিযানের সময় কোনো 'নির্বোধ' অপরাধী পুলিশের গ্রেফতার প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। দেশটির শত শত মানুষ তার মাদক বিরোধী কঠোর অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর দুই দিন পর পুলিশের প্রতি এমন নির্দেশনা দিলেন দুতের্তে।

আজ (সোমবার) ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উপকণ্ঠে খ্রিস্টানদের একটি কবরস্তানে দেয়া বক্তব্যে দুতের্তে বলেন, "কোনো অপরাধী গ্রেফতার এড়ানোর চেষ্টা করলে বা পুলিশের ওপর জোর জবরদস্তি করলে পুলিশ বাহিনীর উচিত তাদেরকে সরাসরি হত্যা করা। এসব নির্বোধদের হত্যার ব্যাপারে এখন থেকে আপনারা স্বাধীন এবং এটাই আমার আদেশ।"    

দুতের্তে বলেন, "অবৈধভাবে নরহত্যা এবং হত্যাকাণ্ড চালাতে আপনাদের কোনো অনুমতি দেয়া হবে না।" এছাড়া, সব ধরনের আইন ও নিয়মনীতি মেনে দায়িত্ব পালনের জন্য প্রসিডেন্ট দুতের্তে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।  

মাদক বিরোধী কথিত অভিযান চালাতে গিয়ে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী কিয়ান দেলোস সান্তোস নিহত হওয়ার ঘটনায় দেশটির শত শত মানুষ প্রেসিডেন্ট দুতের্তের বিরুদ্ধে বিক্ষোভে ফুসে উঠার দুই দিন পর তিনি এ মন্তব্য করেন।

ফিলিপাইন থেকে কঠোর হাতে মাদক সমস্যা নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করে মে মাসে নির্বাচনে বিজয়ী হন তিনি। জুন মাসের ৩০ তারিখে শুরু হওয়া মাদক বিরোধী অভিযানে ফিলিপাইনে ৩,৫০০ জনের বেশি ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে মাদক বিরোধী অভিযানে ২,০০০ সন্দেহভাজন মাদক পাচারকারী রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৮