ইউরোপ কীভাবে কোকেন ব্যবসার বিশ্বব্যাপী কেন্দ্রে পরিণত হল?
-
ইউরোপ কীভাবে কোকেন ব্যবসার বিশ্বব্যাপী কেন্দ্রে পরিণত হল?
পার্সটুডে- একটি স্প্যানিশ সংবাদপত্র সতর্ক করে দিয়েছে যে ইউরোপ মাদকের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পরিবর্তনের দ্বারপ্রান্তে।
পার্সটুডে অনুসারে, স্প্যানিশ সংবাদপত্র এল পাইস একটি নিবন্ধে লিখেছে যে ইউরোপ মাদকের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পরিবর্তনের দ্বারপ্রান্তে এবং এই মহাদেশ এখন কোকেন ব্যবসার বিশ্বব্যাপী কেন্দ্রে পরিণত হয়েছে। নিবন্ধের লেখক এলিয়াস কামখি জোর দিয়ে বলেছেন যে ইউরোপের বিদ্যমান নীতিগুলো মাদক পাচারের নেটওয়ার্কগুলো মোকাবেলা করতে সক্ষম নয়। কামখি আরও যোগ করেছেন যে ইউরোপীয় মাদক বাজারে বার্ষিক প্রায় ১২০০ কোটি ইউরোর লেনদেন রয়েছে এবং মাদক ব্যবহারকারীর সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেছে যা নজিরবিহীন।
তিনি প্রবন্ধে আরও উল্লেখ করে বলেছেন যে ব্রাসেলসের মতো শহরগুলিতে জনসাধারণের মাদক ব্যবহারের বিস্তার এবং ডার্ক ওয়েব থেকে ডেলিভারি পরিষেবা প্রদানকারী বার্তাবাহকদের কাছে নতুন অ্যাক্সেস চ্যানেলের উত্থান; এটি ইউরোপে মাদক ব্যবহারের প্রমাণ।
এই ইউরোপীয় লেখকের মতে, জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশ্ব ইতিহাসে সর্বোচ্চ কোকেন উৎপাদন এবং সেবনের সংখ্যা আড়াই কোটি, যার মধ্যে ৬০ লক্ষ ইউরোপে; যা ২০ বছর আগের তুলনায় দ্বিগুণ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ল্যাটিন আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বিশ্বব্যাপী কোকেন বাজার ইউরোপে যাবার পেছনে তিনটি মূল কারণ রয়েছে। আমেরিকায় নজরদারি বৃদ্ধি; প্রধান কার্টেলগুলির পতন এবং মার্কিন বাজারের সম্পৃক্ততা।
বেলজিয়াম, বিশেষ করে অ্যান্টওয়ার্প বন্দর (বেলজিয়ামের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল শহর), এখন ইউরোপে কোকেনের প্রধান প্রবেশদ্বার এবং সমুদ্রপথে প্রবেশকারী ৯০ শতাংশেরও বেশি কোকেন এই পথ দিয়ে আসে। এই পরিস্থিতি অ্যান্টওয়ার্পকে "ইউরোপের কোকেন রাজধানী"-তে পরিণত করেছে। #
পার্সটুডে/এমআরএইচ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন