কিউবায় মার্কিন কূটনীতিকরা অজ্ঞাত রোগে আক্রান্ত; কেউ কেউ জ্ঞান হারাচ্ছেন
https://parstoday.ir/bn/news/world-i46089-কিউবায়_মার্কিন_কূটনীতিকরা_অজ্ঞাত_রোগে_আক্রান্ত_কেউ_কেউ_জ্ঞান_হারাচ্ছেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসেন জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবায় আমেরিকার দূতাবাস বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করছে। হাভানায় নিযুক্ত কয়েকজন মার্কিন কূটনীতিক স্বাস্থ্যগত নানা জটিলতায় ভুগছেন এবং এ কারণেই দূতাবাস বন্ধের চিন্তা করা হচ্ছে। তবে এসব কূটনীতিক কী ধরনের সমস্যায় ভুগছেন তা পরিষ্কার করেন নি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১৯:২১ Asia/Dhaka
  • কিউবায় মার্কিন দূতাবাস
    কিউবায় মার্কিন দূতাবাস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসেন জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবায় আমেরিকার দূতাবাস বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করছে। হাভানায় নিযুক্ত কয়েকজন মার্কিন কূটনীতিক স্বাস্থ্যগত নানা জটিলতায় ভুগছেন এবং এ কারণেই দূতাবাস বন্ধের চিন্তা করা হচ্ছে। তবে এসব কূটনীতিক কী ধরনের সমস্যায় ভুগছেন তা পরিষ্কার করেন নি।

টিলারসন বলেন, "বিষয়টি আমরা পর্যালোচনা করছি। কয়েকজন ব্যক্তি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এটা একটা মারাত্মক ইস্যু। ওইসব কূটনীতিকের মধ্যে আমরা কয়েকজনকে দেশে এনেছি; এখন বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে।"

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও এখন পর্যন্ত এই রহস্যজনক অসুস্থতার বিষয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারে নি। তারা জানাতে পারছে না- কারা কীভাবে এসব রোগের বিস্তার ঘটিয়েছে। জানা গেছে, কিউবায় নিযুক্ত আমেরিকার অন্তত ২১ জন কূটনীতিক স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। এদের মধ্যে কেউ কেউ স্থায়ীভাবে শ্রবণশক্তি হারিয়েছেন,  কেউ কেউ আকস্মিকভাবে জ্ঞান হারাচ্ছেন, কেউ বমি বমি বোধ করছেন আবার কারো কানের মধ্যে নানা রকম শব্দ হচ্ছে। এছাড়া কেউ কেউ মনযোগ হারাচ্ছেন আবার কেউ কেউ সাধারণ শব্দ মনে রাখতে পারছেন না।

৫৪ বছর পর ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় কিউবায় দূতাবাস চালু করে আমেরিকা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় সময়ই বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে এ দূতাবাস বন্ধ করে দেবেন। #    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮