'কিউবা থেকে কূটনীতিক প্রত্যাহারের পরিকল্পনা করছে আমেরিকা'
-
কিউবায় মার্কিন দূতাবাস
কিউবায় মার্কিন দূতাবাসে নিযুক্ত কূটনীতিকদের একটা বড় অংশ প্রত্যাহারের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুধুমাত্র সেখানে জরুরি প্রয়োজনের কিছু কর্মকর্তা-কর্মচারি রাখা হবে।
কিছুদিন আগে কিউবায় মার্কিন দূতাবাসের কূটনীতিকরা রহস্যজনক রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর বের হয়। এরপর মার্কিন সরকার কুটনীতিকদের বড় অংশ প্রত্যাহার করার ঘোষণা দিতে যাচ্ছে। এরইমধ্যে অভ্যন্তরীণভাবে একটি নির্দেশনা দেয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে। তাতে কিউবায় নিযুক্ত 'জরুরি নন' এমনসব কূটনীতিক প্রত্যাহারের পরামর্শ দেয়া হয়েছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস এ খবর দিয়েছে।
মার্কিন সরকার কিউবায় দূতাবাস বন্ধ করে দিতে পারে বলে চলতি মাসের মাঝামাঝি দিকে হুমকি দিয়েছিলেন টিলারসন। তবে মার্কিন সরকার সরাসরি হাভানাকে দোষারোপ করে নি। এরপরও রহস্যজনক রোগের ঘটনাকে কেন্দ্র করে কিউবার দুই কূটনীতিককে বহিষ্কার করেছে ওয়াশিংটন।
গত ১৮ জুলাই খবর বের হয়েছিল যে, কিউবায় নিযুক্ত অন্তত ২১ জন কূটনীতিক রহস্যজনক রোগে আক্রান্ত হয়েছেন। খবরে বলা হয়েছিল- মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও এ বিষয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারে নি। তারা জানাতে পারছে না- কারা কীভাবে এসব রোগের বিস্তার ঘটিয়েছে। ২১ কূটনীতিকের মধ্যে কেউ কেউ স্থায়ীভাবে শ্রবণশক্তি হারিয়েছেন, কেউ কেউ আকস্মিকভাবে জ্ঞান হারাচ্ছেন, কেউ বমি বমি বোধ করছেন আবার কারো কানের মধ্যে নানা রকম শব্দ হচ্ছে। এছাড়া, কেউ কেউ মনযোগ হারাচ্ছেন আবার কেউ কেউ সাধারণ শব্দ মনে রাখতে পারছেন না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯