ফিলিপাইনে সেনা অভিযানে দায়েশের দক্ষিণ এশিয়ার 'আমির' নিহত
https://parstoday.ir/bn/news/world-i47581-ফিলিপাইনে_সেনা_অভিযানে_দায়েশের_দক্ষিণ_এশিয়ার_'আমির'_নিহত
ফিলিপাইনের সেনা অভিযানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দক্ষিণ এশিয়ার কথিত আমিরসহ শীর্ষস্থানীয় দুই নেতা নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় মারাভি নগরী মুক্ত করার অভিযানে এ দুই নেতা নিহত হন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১৬, ২০১৭ ১৯:০২ Asia/Dhaka
  • ফিলিপাইনে সেনা অভিযানে দায়েশের দক্ষিণ এশিয়ার 'আমির' নিহত

ফিলিপাইনের সেনা অভিযানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দক্ষিণ এশিয়ার কথিত আমিরসহ শীর্ষস্থানীয় দুই নেতা নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় মারাভি নগরী মুক্ত করার অভিযানে এ দুই নেতা নিহত হন।

দায়েশের কথিত আমিরের নাম ইসনিলোন হাপিলন বলে জানানো হয়েছে। নিহত অপর ব্যক্তি ওমরখাইয়াম মাউটি এবং কথিত আমিরের  ভাই। ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মারাভি শহরে একটি ভবনে অভিযান চালানোর সময়ে এই দুই ব্যক্তি নিহত হন।

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলিফিন লরোজানা আজ(সোমবার) সাংবাদিকদের আরো বলেন, পণবন্দিদের কাছ থেকে পাওয়া তথ্য থেকে ওই দুই ব্যক্তির ভবনে উপস্থিতির কথা জানতে পারে দেশটির নিরাপত্তা বাহিনী। আজ খুব ভোরে ভবনে অভিযান চালানো হয়ে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, মারাভির মুক্ত করার লড়াই কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে।#

পার্সটুডে/মূসা রেজা/১৬