আমেরিকার উচিত পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা: মোগেরিনি
(last modified Wed, 08 Nov 2017 01:18:15 GMT )
নভেম্বর ০৮, ২০১৭ ০৭:১৮ Asia/Dhaka
  • ফেডেরিকা মোগেরিনি
    ফেডেরিকা মোগেরিনি

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি বলেছেন, আমেরিকা যাতে ইরানের পরমাণু সমঝোতা মেনে চলে সেজন্য মার্কিন কংগ্রেস ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে রাজি করানোর চেষ্টা করছে ইউরোপ।

আমেরিকা সফররত মোগেরিনি মঙ্গলবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, তিনি চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠকে ইরানের ঐতিহাসিক পরমাণু সমঝোতা বাস্তবায়নের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয়

মার্কিন সরকার নিজে ওই সমঝোতায়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো পূরণ করবে বলে মোগেরিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা দেখতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র এ সমঝোতা বাস্তবায়ন করে যাবে।” এই সমঝোতা বাস্তবায়ন হওয়া না হওয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তাগত স্বার্থ জড়িত বলেও জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা বলেন, তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে স্পষ্ট আভাস পেয়েছেন যে, তারা পরমাণু সমঝোতা মেনে চলবেন। মোগেরিনি পরিষ্কার করে বলেন, মার্কিন আইন প্রণেতারা তাকে বলেছেন, ওয়াশিংটন ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন করবে।

ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের পরমাণু সমঝোতা পুনর্বিবেচনার যে প্রস্তাব দেয়া হয়েছিল তা নাকচ করে দিয়ে মোগেরিনি বলেন, “এই সমঝোতার যেকোনো অংশ নিয়ে আলোচনায় বসতে গেলে এর পুরো অংশকেই আবার সংশোধন করতে হবে। কাজেই এটি নিয়ে আর কোনো আলোচনা হবে না।”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮

ট্যাগ