সিরিয়া থেকে সেনা সরিয়ে নিন: আমেরিকাকে রুশ পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 28 Dec 2017 20:43:11 GMT )
ডিসেম্বর ২৯, ২০১৭ ০২:৪৩ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে; ফলে আমেরিকাকে এখন দেশটি থেকে সেনা সরিয়ে নিতে হবে।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ আরো বলেন, মার্কিন সেনারা জাতিসংঘের অনুমতি নিয়ে সিরিয়ায় অবস্থান করছে না কিংবা দামেস্ক সরকারও তাদের আমন্ত্রণ জানায় নি। অতএব, মার্কিন সেনাদেরকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে।

মার্কিন সেনা

রুশ মন্ত্রী আশা করেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অল্প কিছুদিনের মধ্যে চূড়ান্ত বিজয় আসবে। তিনি জানান, গত বছরে রাশিয়ার কাছে অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে সিরিয়া সংকটের সমাধান করা এবং আস্তানা আলোচনায় ইরান ও তুরস্কের সহযোগিতা নিয়ে তা বাস্তবায়ন করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কাজাখস্তানের রাজধানী আস্তানায় কয়েক দফা বৈঠকের পর সিরিয়ার সরকার ও বিরোধীপক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়। এই যুদ্ধবিরতির কারণেই সিরিয়ার সেনারা উগ্র সন্ত্রাসীগুলোকে পরাজিত করতে সক্ষম হয়েছে বলেও ল্যাভরভ মন্তব্য করেন।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯   

 

ট্যাগ