মুগাবে পাবেন বাড়ি, গাড়িবহর, ব্যক্তিগত বিমান ভ্রমণের সুবিধা
https://parstoday.ir/bn/news/world-i50557-মুগাবে_পাবেন_বাড়ি_গাড়িবহর_ব্যক্তিগত_বিমান_ভ্রমণের_সুবিধা
জিম্বাবুয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে একটি আবাসিক ভবন, গাড়িবহর এবং ব্যক্তিগত বিমান ভ্রমণের সুযোগ দেয়া হবে। মুগাবের অবসরকালীন সুযোগ-সুবিধার তালিকা দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রকাশ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৭ ১৬:৫৭ Asia/Dhaka
  • মুগাবে পাবেন বাড়ি, গাড়িবহর, ব্যক্তিগত বিমান ভ্রমণের সুবিধা

জিম্বাবুয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে একটি আবাসিক ভবন, গাড়িবহর এবং ব্যক্তিগত বিমান ভ্রমণের সুযোগ দেয়া হবে। মুগাবের অবসরকালীন সুযোগ-সুবিধার তালিকা দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রকাশ করেছে।

রাষ্ট্রের পক্ষ থেকে এ সব ব্যয়ভার বহন করা হবে। তাকে আর যে সব সুযোগ-সুবিধা দেয়া হবে তার মধ্যে ব্যক্তিগত ছয় নিরাপত্তা রক্ষীসহ ২০ কর্মি বাহিনীও দেয়া হবে। মুগাবেক এ সব উদার সুযোগ-সুবিধা দেয়ার বিবরণ প্রকাশ করেছেন জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট এমারসর এমনানগাগওয়া। 

অবশ্য তাকে নগদ অর্থকড়ি কি দেয়া হবে তার কোনো বিবরণ প্রকাশ করেনি দেশটির সংবাদপত্র দ্যা হেরাল্ড। কিন্তু জিম্বাবুয়ের সংবিধানে বলা হয়েছে, দেশটির দায়িত্ব পালনরত প্রেসিডেন্টের বেতনের সমপরিমাণ অর্থ অবসরকালীন ভাতা হিসেবে পাবেন সাবেক প্রেসিডেন্ট।

গত মাসে দেশটির স্বতন্ত্র সংবাদ মাধ্যম জানিয়েছে, অবসরকালীন ভাতা হিসেবে মুগাবেকে এক কোটি ডলার সমপরিমাণ অর্থ দেয়া হয়েছে। অবশ্য দেশটির সরকার এ খবর অস্বীকার করেছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৯