আফগানিস্তানে দায়েশের হামলায় নিহত ১১; নিন্দা জানালেন প্রেসিডেন্ট গনি
(last modified Fri, 05 Jan 2018 03:46:14 GMT )
জানুয়ারি ০৫, ২০১৮ ০৯:৪৬ Asia/Dhaka
  • আফগানিস্তানে দায়েশের হামলায় নিহত ১১; নিন্দা জানালেন প্রেসিডেন্ট গনি

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ ১১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। কাবুলের পুলিশ প্রধানের মুখপাত্র জনিয়েছেন, বৃহস্পতিবার রাতে পায়ে হেঁটে আসা এক আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটায়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি বিক্ষোভ নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত একদল পুলিশ কর্মকর্তার কাছে বোমাটির বিস্ফোরণ ঘটানো হলে হতাহতের ওই ঘটনা ঘটে।

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। দায়েশ নিয়ন্ত্রিত আমাক ওয়েবসাইট দাবি করেছে, আফগান পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের সমাবেশে হামলা চালিয়েছে তারা।

এই নিয়ে কাবুল ও কান্দাহারে গত এক সপ্তাহে  দায়েশের সন্ত্রাসী হামলায় প্রায় ৮০ ব্যক্তি প্রাণ হারাল।

প্রেসিডেন্ট আশরাফ গনি

প্রেসিডেন্ট আশরাফ গনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আফগান সেনা অভিযানের মুখে টিকতে না পেরে সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে দায়েশ। তিনি বলেন, উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে আফগান নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক সময়ে ব্যাপক সাহসিকতা ও সাফল্য দেখিয়েছে।

আফগান জনগণ মনে করছে, দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে আমেরিকা ও সৌদি আরব উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশেকে আফগানিস্তানে লেলিয়ে দিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫

 

ট্যাগ