সিরিয়া বিষয়ক সোচি সম্মেলন সফল হয়েছে: ল্যাভরভ
(last modified Wed, 31 Jan 2018 02:13:34 GMT )
জানুয়ারি ৩১, ২০১৮ ০৮:১৩ Asia/Dhaka
  • সোচি সম্মেলন সোমবার শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়
    সোচি সম্মেলন সোমবার শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়

রাশিয়ার সোচি শহরে সিরিয়া বিষয়ক ন্যাশনাল কংগ্রেস সফল হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, সোচি সম্মেলনে যেসব পক্ষ অনুপস্থিত ছিল তারা সিরিয়ার সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে যোগ দেবে।

ল্যাভরভ মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে আরো বলেন, জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্ট্যাফান ডি মিস্তুরা সিরিয়ার পক্ষগুলোর মধ্যে ব্যাপকভিত্তিক আলোচনায় সহযোগিতা করবেন। এ বিষয়ে রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যে মতৈক্য হয়েছে বলে তিনি জানান।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

সোচিতে মঙ্গলবার রাতে এক বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়। বিবৃতিতে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলা হয়, সিরিয়ার ভবিষ্যত নির্ধারণের অধিকার একমাত্র দেশটির জনগণ সংরক্ষণ করেন এবং তারা ব্যালটের মাধ্যমে তাদের সে অধিকার প্রয়োগ করবেন।

সিরিয়ায় গণতান্ত্রিক উপায়ে নির্বাচন আয়োজনের জন্য আগে দেশটির জন্য একটি সংবিধান প্রণয়ন করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

এতে আরো বলা হয়, সিরিয়ার সীমান্ত রক্ষা এবং দেশটির জনগণের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সেদেশের সেনাবাহিনী যেমন আছে তেমনই সক্রিয় থাকবে। সোচি সম্মেলনের বিবৃতিতে সব ধরনের উগ্রবাদ, সন্ত্রাস ও মাজহাবগত বিভেদের নিন্দা জানিয়ে সক্রিয়ভাবে এসব প্রতিহত করার আহ্বান জানানো হয়।

সোচিতে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন সোমবার শুরু হয়েছিল। গত নভেম্বরে মস্কোয় ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে এক সমঝোতার ভিত্তিতে এ সম্মেলনের আয়োজন করা হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১

 

ট্যাগ