গ্রিসের প্রধানমন্ত্রীর হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিল তুরস্ক
(last modified Sat, 03 Feb 2018 12:28:15 GMT )
ফেব্রুয়ারি ০৩, ২০১৮ ১৮:২৮ Asia/Dhaka
  • ইগিত বুলুত
    ইগিত বুলুত

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের সিনিয়র উপদেষ্টা ইগিত বুলুত বলেছেন, গ্রিসের কোনো কর্মকর্তা এজিয়ান সাগরের বিরোধপূর্ণ ইমিয়া দ্বীপপুঞ্জে প্রবেশ করলেই তার হাত-পা ভেঙে দেয়া হবে। এ ক্ষেত্রে ওই ব্যক্তিটি প্রধানমন্ত্রী, মন্ত্রী নাকি কোনো সাধারণ কর্মকর্তা তা বিবেচনায় নেয়া হবে না।

রাশা টুডে বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে। তুর্কি উপদেষ্টা আরও বলেছেন, বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে গ্রিসের কর্মকর্তারা প্রবেশ করলে তুরস্ক এমন প্রতিক্রিয়া দেখাবে যা আফরিনের চেয়ে ভয়াবহ হবে। সম্প্রতি গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী সেখানকার বিরোধপূর্ণ দ্বীপগুলো পরিদর্শনের আগ্রহ প্রকাশ করার পর  তুরস্ক এ প্রতিক্রিয়া দেখাল।

এজিয়ান সাগরের বেশ কয়েকটি দ্বীপ নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে বিরোধ রয়েছে। ১৯৯৬ সালে ওই দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধের জেরে একবার দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪   

 

ট্যাগ