লক্ষ্য সম্পর্ক জোরদার: রাশিয়া সফরে গেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী
(last modified Mon, 19 Feb 2018 12:49:37 GMT )
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১৮:৪৯ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ
    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ রাশিয়া সফরে গেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। মস্কো সফরের সময় তিনি ল্যাভরভের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন বরে কথা রয়েছে।

ধারণা করা হচ্ছে- বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি নিয়ে সামগ্রিক আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী এবং পারস্পরিক স্বার্থ নিয়ও কথা বলবেন দু মন্ত্রী।

পাকিস্তানের গণমাধ্যম বলছে, এ সফরের মাঝদিয়ে পাকিস্তান ও রাাশিয়ার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা এবং সাংস্কৃতিক অঙ্গনে সহযোগিতা জোরদার হবে। রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রনীতিতে এখন রাশিয়ার বিশেষ অবস্থান রয়েছে। ধীরে ধীরে সবক্ষেত্রে দু দেশের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে।

গত কয়েক বছর ধরে পাকিস্তান ও রাশিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ঘটনাবলীতে পাকিস্তান ধীরে ধীরে রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে। এরইমধ্যে দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া পর্যন্ত পরিচালিত হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯

 

ট্যাগ