কাবুলে দায়েশের ভয়াবহ বোমা হামলা: নিহত ২৬
https://parstoday.ir/bn/news/world-i54684-কাবুলে_দায়েশের_ভয়াবহ_বোমা_হামলা_নিহত_২৬
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাজারের কাছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। ফার্সি নতুন বছর নওরোজ উপলক্ষে ভক্তরা মাজারের কাছে সমবেত হলে এ বোমা হামলা চালানো হয়।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ২১, ২০১৮ ১৬:৫৪ Asia/Dhaka
  • আজকের হামলায় আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে
    আজকের হামলায় আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাজারের কাছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। ফার্সি নতুন বছর নওরোজ উপলক্ষে ভক্তরা মাজারের কাছে সমবেত হলে এ বোমা হামলা চালানো হয়।

কাবুল বিশ্ববিদ্যালয় ও আলী আবাদ হাসপাতালের নিকটবর্তী ‘কারতে সাখি’ এলাকায় অবস্থিত ‘সাখি’ মাজারের প্রবেশপথে আজ (বুধবার) সকালে এ হামলা চালায় জঙ্গিরা।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ২৬ জন নিহত হওয়া ছাড়াও আরো অন্তত ১৮ জন আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

বোমা হামলাকারী নিজের শরীরে বোমা বেঁধে সাখি মাজারে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দেয়। এ সময় সে বোমাটির বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশে আজকের হামলার দায়িত্ব স্বীকার করেছে।

এর আগে শনিবার কাবুলে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়। আফগান সরকারের সঙ্গে তালেবানের সরাসরি আলোচনার সম্ভাবনা নিয়ে যখন খবরাখবর প্রচার হচ্ছিল তখন শনিবারের ওই হামলা চালানো হয়।

এ ছাড়া, চলতি মাসের গোড়ার দিকে কাবুলের একটি শিয়া মসজিদের কাছে বোমা হামলায় নয় ব্যক্তি নিহত ও অপর ১৮ জন আহত হয়েছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১