দফায় দফায় বিমান দুর্ঘটনা: মার্কিন-জিবুতি যৌথ মহড়া স্থগিত
https://parstoday.ir/bn/news/world-i55386-দফায়_দফায়_বিমান_দুর্ঘটনা_মার্কিন_জিবুতি_যৌথ_মহড়া_স্থগিত
আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া এবং মার্কিন বিমানের ফ্লাইট স্থগিত করার নির্দেশ দিয়েছে জিবুতি সরকার। চলতি সপ্তাহে দফায় দফায় বিমান দুর্ঘটনার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
এপ্রিল ০৬, ২০১৮ ১৪:৩৯ Asia/Dhaka
  • জিবুতির ক্যাম্প লেমোনিয়ার ঘাঁটিতে মার্কিন সেনাদের দেখা যাচ্ছে
    জিবুতির ক্যাম্প লেমোনিয়ার ঘাঁটিতে মার্কিন সেনাদের দেখা যাচ্ছে

আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া এবং মার্কিন বিমানের ফ্লাইট স্থগিত করার নির্দেশ দিয়েছে জিবুতি সরকার। চলতি সপ্তাহে দফায় দফায় বিমান দুর্ঘটনার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।

গত মঙ্গলবার আমেরিকার দুটি সামরিক বিমান দুর্ঘটনার কবলে পড়ার পর জিবুতি সরকার মার্কিন সরকারের কাছে কূটনৈতিক নোটিস পাঠিয়ে অনুরোধ করেছে যে, সমস্ত বিমানের অপারেশন বন্ধ রাখতে হবে। মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড গতকাল এ খবর নিশ্চিত করেছে। এ অনুরোধের পর জিবিুতি উপকূলে ‘অ্যালিগেটর ড্যাগার’ নামের যৌথ সামরিক মহড়া স্থগিত রয়েছে।

মঙ্গলবার প্রথম ঘটনায় জিবুতি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন এভি-৮বি হ্যারিয়ার জেট বিধ্বস্ত হয়। তবে পাইলট বিমান থেকে নিরাপদে বের হতে সক্ষম হন। ওইদিন শেষ বেলায় জিবুতির আরতা সৈকতে নামার সময় মার্কিন সিএইচ-৫৩ সুপার স্টেশন হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়।

পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, দুটি ঘটনার সঙ্গে পারস্পরিক কোনো যোগসাজশ নেই; এর পেছনে কোনো সন্ত্রাসী ঘটনাও দায়ী নয় বলে জানান তিনি।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬