জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় সৌদি আরব
-
জিবুতির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ইউসুফ
জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। দারিদ্রপীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসনের মঝেই সৌদি আরব এ পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে। এ তথ্য দিয়েছেন জিবুতির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ইউসুফ।
তিনি সৌদি মালিকানাধীন আশ-শারকুল আওসাত পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে রিয়াদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি জানান, ঘাঁটি স্থাপনের বিষয়টি পর্যালোচনা ও যাচাই করে দেখার জন্য সৌদি সামরিক কর্তৃপক্ষ কয়েকবার জিবুতি সফর করেছে।
মাহমুদ ইউসুফ জানান, সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে দু দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং কৌশলগত নিরাপত্তা চুক্তির জন্য একটি খসড়া তৈরি করা হয়েছে। শিগগিরি এ বিষয়ে দু দেশের মধ্যে একটি চুক্তি সই হবে। তিনি আরো জানান, জিবুতির কয়েকটি উপকূলীয় এলাকা সামরিক ঘাঁটি নির্মাণের জন্য দেখা হয়েছে।
জিবুতি হচ্ছে আফ্রিকার অন্যতম প্রধান দরিদ্র দেশ এবং ইয়েমেনের দক্ষিণে এডেন উপসাগরের তীরে অবস্থিত। দেশটি সৌদি আরবের অর্থ-সহায়তার ওপর অনেকাংশে নির্ভর করে। ইয়েমেনের যুদ্ধ শুরু পর জিবুতি সরকার সৌদি আরবের কাছ থেকে অর্থ সহায়তা গ্রহণের বিনিময়ে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪