জিবুতি-ইরিত্রিয়া সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিল কাতার
-
২০১৬ সালের জুন মাসে ইরিত্রিয়া সীমান্তে মোতায়েন কাতারি সেনা ইউনিট পরিদর্শন করেন দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী খালিদ বিন মুহাম্মাদ আল-আতিয়া (ফাইল ছবি)
পূর্ব আফ্রিকার দুই দেশ জিবুতি ও ইরিত্রিয়া সীমান্ত থেকে নিজের সব সেনা প্রত্যাহার করে নেয়ার খবর দিয়েছে কাতার। জিবুতি ও ইরিত্রিয়ার মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং কাতার এ বিরোধে এতদিন মধ্যস্থতার ভূমিকা পালন করে এসেছে।
কাতার এ পদক্ষেপের কোনো কারণ জানায়নি। তবে সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের চারটি আরব দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এ পদক্ষেপ নিল দোহা। সৌদি’র নেতৃত্বাধীন চার আরব দেশ এখন কাতারের সঙ্গে অবশিষ্ট বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করছে।
পূর্ব আফ্রিকা থেকে প্রত্যাহার করা ৪৫০ কাতারি সৈন্য ইরিত্রিয়া ও জিবুতির সীমান্তবর্তী একটি পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণ করছিল। কাতারের সেনা সরিয়ে নেয়ার পর ইরিত্রিয়ার সেনাবাহিনী এলাকাটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
আফ্রিকান ইউনিয়নে নিযুক্ত ইরিত্রিয়ার রাষ্ট্রদূত অ্যারাইয়া দেস্তা জানিয়েছেন, কাতারের সঙ্গে তার দেশ সম্পর্ক ছিন্ন করার পর নিজের সেনা সরিয়ে নিল কাতার। তবে ইরিত্রিয়া জিবুতির সঙ্গে কোনো সংঘাতে যেতে চায় না বলেও তিনি জানান।
সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর গত সপ্তাহে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার অভিযোগ তুলে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। সম্পর্ক ছিন্ন করেই ক্ষান্ত হয়নি এসব দেশ বরং কাতার যাতে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ে সে লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারা।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫