নরেন্দ্র মোদির বক্তব্য প্রতারণা ছাড়া কিছু নয়: আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i57610-নরেন্দ্র_মোদির_বক্তব্য_প্রতারণা_ছাড়া_কিছু_নয়_আজাদ_কাশ্মিরের_প্রধানমন্ত্রী
কাশ্মির অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বক্তব্য দিয়েছেন তাকে প্রতারণা বলে মন্তব্য করেছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের প্রধানমন্ত্রী ফারুক হায়দার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২১, ২০১৮ ০৪:৫৪ Asia/Dhaka
  • পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের প্রধানমন্ত্রী ফারুক হায়দার
    পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের প্রধানমন্ত্রী ফারুক হায়দার

কাশ্মির অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বক্তব্য দিয়েছেন তাকে প্রতারণা বলে মন্তব্য করেছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের প্রধানমন্ত্রী ফারুক হায়দার।

তিনি নরেন্দ্র মোদির সাম্প্রতিক জম্মু-কাশ্মির সফরের নিন্দা জানিয়ে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীনগরের জনসভায় কাশ্মিরে শান্তি প্রতিষ্ঠার যে আশ্বাস দিয়েছেন তা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।

‘ভারত সরকার কাশ্মিরের জনগণের হত্যাকারী’ বলে অভিযোগ করেন ফারুক হায়দার।  তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর কাশ্মির সফরের সময় যাতে সেখানে নয়াদিল্লির বিরুদ্ধে বিক্ষোভ না হয় সেজন্য সামরিক শাসন জারির অর্থ হচ্ছে ভারত সরকার কাশ্মিরের জনগণকে নিষ্ঠুর হাতে দমন করছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর নিরাপত্তার মধ্যে শনিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সফর করেন।

জম্মু-কাশ্মিরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে লাখ লাখ ভারতীয় সেনা মোতায়েন করে রেখেছে নয়াদিল্লি।  গত তিন দশকে কাশ্মিরের স্বাধীনতাকামী আন্দোলন দমনের ভারতীয় প্রচেষ্টায় ৬৮ হাজার মানুষ নিহত হয়েছে।

কাশ্মিরের জনগণ তাদের ভাগ্য নির্ধারণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী গণভোট চাইলেও নয়াদিল্লি সে দাবি অগ্রাহ্য করে যাচ্ছে।#

পার্সটুডে/বোরুন/মুজাহিদুল ইসলাম/২১